আদিম যুগে মানুষ যখন পোষাক ব্যবহার শুরু করতে শিখলো তখন তাদের উদ্দ্যেশ্য ছিল সভ্য দেখানো। পরবর্তিতে তারা পোষাকের শোভাবর্ধন ও রুচিবোধ ইত্যাদি বিষয়কে গুরুত্ব দিতে শুরু করে। আর যতো দিন ই যেতে থাকে পোষাকের রুচিবোধ এবং প্রয়োজনীয়তা বোধে দ্রুত পরিবর্তন আসতে থাকে। শুধু রুচিবর্ধন বা শোভা বর্ধন ই নয় তার চেয়ে বেশি প্রাধ্যান্য পেয়ে থাকে পোষাকের কৌশলগত এবং প্রক্রিয়াকরন সুবিধাগুলো।
তাই টেক্সটাইল পোশাকের ব্যবহারগত দিক দিয়ে টেক্সটাইল খাতকে ২টি ভাগে বিভক্ত করা হয়। এক প্রাথমিক টেক্সটাইল এবং দুই টেকনিক্যাল টেক্সটাইল। ফাইবার বা ফেব্রিক গুনাবলী উন্নত করে নতুন ধরনের টেক্সটাইল প্রোডাক্ট তৈরি করাই হলো টেকনিক্যাল টেক্সটাইল এর কাজ।
📜 টেকনিক্যাল টেক্সটাইলের শেণীবিন্যাস:
বিভিন্ন ক্ষেত্রে টেকনিক্যাল টেক্সটাইল এর ব্যাবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যেমন:
১) মেডি-টেক
২) এগ্রো-টেক
৩) বিল্ড-টেক
৪) মোবাইল-টেক
৫) প্রো-টেক
৬) ইন্ডিও-টেক
৭) ক্লথ-টেক
৮) স্পোর্ট-টেক
৯) প্যাক-টেক
১০) জিও-টেক
আমাদের অনেকরই জানার আগ্রহ থাকে মেডিটেক কি এবং কোন কোন কাজে মেডিটেক ব্যবহার করা হয়। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় এই মেডিকেল টেক্সটাইল।
✅ মেডিকেল টেক্সটাইল: যে টেক্সটাইল সামগ্রিক মেডিকেল এবং সারজিক্যাল কাজে ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি সাধনের জন্য বাস্তবিক প্রয়োগ করা হয় তাই মেডিকেল টেক্সটাইল।
মেডিকেল টেক্সটাইলের প্রয়োজনীয় বৈশিষ্ট্যঃ
১. এটি অবিষাক্ত হতে হবে।
২. রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় হতে হবে।
৩. এটি নন এলার্জিক হওয়া উচিত।
৪. এটি নন বায়োকম্প্যাটেবল হতে হবে।
৫. আদ্র শোষন ক্ষমতা থাকতে হবে।
৬. ক্ষার, এসিড,মাইক্রো অর্গানিজম জাতীয় পদার্থের ভালো প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে।
📜 ঔষধ শিল্পে টেক্সটাইলের ইতিহাসঃ
চিকিৎসা ক্ষেত্রে টেক্সটাইলের ব্যবহার আজকে থেকে নয় !! এর ইতিহাস বেশ পুরোনো দিনের। ইতিহাস ঘাটলে লক্ষ করা যায় যে, খ্রিষ্টপূর্ব ২১০০ অব্দে সুমেরিয়ান সভ্যতা তাদের চিকিৎসা শাস্ত্রে এর উল্লেখ রয়েছে। তারা বিভিন্ন ব্যান্ডেজ, প্লাস্টার তৈরিতে এই মেডিকেল টেক্সটাইলের ব্যবহার করেছে বলে জানা যায়।
📜 মেডিকেল টেক্সটাইল এর প্রকারভেদঃ
অনেক রকমের মেডিকেল টেক্সটাইল ব্যবহার করা হয় কিন্তু প্রধানত চার ধরনের ফেব্রিক বেশি ব্যবহৃত হয় মেডিকেল টেক্সটাইলে। যথা;
১) Woven
২) Non-woven
৩) Braided
৪) Knitted
📜 বিভিন্ন ধরনের মেডিকেল প্রোডাক্ট:
✅ Wound care: Wound care শরীরের ইনফেকশনে বাধা দেয়, ক্ষত স্থান থেকে রক্ত শোষন করে।
✅ Bandages: Wound care এর স্তর সঠিক পজিশনে বসানোর জন্য ব্যান্ডেজ ব্যবহার করা হয়। এটি Woven, Non-woven, knitted fabric দিয়ে তৈরি।
✅ Artificial Ligaments: এটি মানব শরীরের দুই প্রান্তে ব্যবহার করা হয়। Man Made Fibre বিশেষ করে পলিয়েস্টার ব্যবহার করা হয় এটি তৈরীতে।
✅ Contact lenses: চোখের কালার পরিবর্তন করে অধিক মাধুর্যপূর্ণ করে তোলতে Contact লেন্সে ব্যবহার করা হয়। পানি শোষন ক্ষমতা সম্পন্ন ম্যাটারিয়েল দিয়ে এটি তৈরি।
✅ Artificial kidney: Viscose, Polyester ব্যবহৃত হয়। Artifiy kidney রক্ত থেকে অপদ্রব্য দূর করার কাজে ব্যবহৃত হয়।
✅ Artificial Cornea: অন্ধত্ব দূর করতে ব্যবহার করা হয়।
🔖 বাংলাদেশের যে কোম্পানিগুলো মেডিকেল টেক্সটাইল প্রোডাক্ট সমূহ তৈরি করে;
১) Smart Group of Industries
২) Nasir and Sons Bangladesh
৩) E-Baki Transport Corporation
৪) Abiyan International
৫) Sagar Traders
✒️ Writer information:
Anjelur Rahman
Primeasia University
Batch: 181
Campus Core Team Member (TES)