T&C

প্রিয় প্রতিনিধিগণ… আপনারা জানেন যে TES আপনাদের নিয়ে অনেক প্ল্যান-প্রোগ্রাম আয়োজন করছে এবং ভবিষ্যতেও করবে। আপনারা ইতিমধ্যে একটি রেজিষ্ট্রেশন ফরম পেয়েছেন। অনেকেই হয়তো পূরণ করে ফেলেছেন আবার অনেকেই করেন নি। সবার জন্যই বলছি আমরা সবার জন্যই এই সেমিনারটি ফ্রি করে দিতে চেয়েছিলাম কিন্তু এডভাইজর টিমের কিছু দিকনির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা এটার ভ্যালু বোঝানোর জন্য কিছু পরিমাণ ফি রাখতে চাচ্ছি। এই ফান্ড TES এর ফান্ডে জমা থাকবে। এই অর্থ ভবিষ্যতে আপনাদের সাথে নিয়েই বিভিন্ন কাজে ব্যয় করা হবে। তাই প্রাথমিক ভাবে আমরা রেজিষ্ট্রেশন ফি ধরেছি ৫০০ টাকা। আরেকটি ব্যাপার… আমরা এখান থেকে ট্রেইনারকে কিছু হলেও সম্মানি দিবো কারণ তিনি কষ্ট করে আমাদের শেখাবেন এটা তার প্রাপ্য। তবে আমরা বরাবরই বলে এসেছি আমরা আপ্নাদের প্রতিবন্ধকতা বিবেচনায় রেখে সব করবো। তাই আপনারা যারা প্রতিনিধি তাদের জন্য এই ফি ১০০/= এবং ক্যাম্পাস টিমের সদস্যবৃন্দদের জন্য এই ফি ১৫০/= প্রযোজ্য। এছাড়া স্পেশাল ভাবে যদি আপনাদের কারও Requirement এ কেউ ক্লাসগুলো করতে চায় তবে তার জন্য এই ফি ৩০০/= প্রযোজ্য। *অংশগ্রহণকারীরা সফলভাবে ট্রেনিং সম্পন্ন করলে সার্টফিকেট প্রদান করা হবে। অনুরোধ রইলো এটাকে কেউ ব্যবসা বলে আমাদের ভুল বুঝবেন না। প্রতিটি ফান্ডের হিসেব আপনাদের জানিয়ে দেয়া হবে।