বিভিন্ন পদ্ধতিতে ডিরেক্ট কাউন্ট নির্ণয়:
- TEX (Ne) 1000 meter = ? gm
অর্থাৎ 1000 মিটার সুতার ওজন যত গ্রাম টেক্স কাউন্ট হবে ততো।
example :40 gm = 40 count - Denier (Nd) 9000 meter = ? gm
অর্থাৎ 9 হাজার মিটার সুতার ওজন যত গ্রাম ডেনিয়ার কাউন্ট হবে তত ।
example : 40 gm = 40 count - Woolen (Nw) 20 Yards = ? grain
অর্থাৎ 20 গজ কাপড়ের ওজন যত গ্রেইন কাউন্ট হবে তত। example : 50 grain = 50 count
- Jute/Spyndle 14400 yards = ? pb/lbs
অর্থাৎ 14400 গজ কাপড়ের ওজন যত পাউন্ড কাউন্ট হবে ততো।
example : 70 pb = 70 count
ডিরেক্ট কাউন্ট নির্ণয়ের পদ্ধতি :
l×W
Direct count= —————
L×w
Here, l = unit length
W = sample weight
L = sample length
w = unit weight
Math solution :
- 100 মিটার সুতার ওজন 5 গ্রাম হলে টেক্স কাউন্ট বা ডিরেক্ট কাউন্ট কত?
Solution :
আমরা জানি, টেক্স কাউন্ট হল একপ্রকার ডিরেক্ট কাউন্ট।
এখানে,
l = 1000 meter
W = 5 gm
L = 100 meter
w = 1 pound
সুতরাং l×W
Direct count = ———
L×w
1000×5
= -----------
100×1
= 50 t
Writer :
Md. Robiul Alom
Sheikh Kamal Textile Engineering College, Jhenaidah
WPE, 3rd Batch