Saturday, November 23, 2024
Magazine
More
    HomeTextile Manufacturing ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং - ২

    [বেসিক টেক্সটাইল সিরিজ] ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং – ২

    সুতা তৈরীর পরের ধাপ হলো ফ্যাব্রিক তৈরী। ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়ায় মূলত পূর্ণাঙ্গ ফ্যাব্রিক তৈরী করা হয়ে থাকে। সাধারণত দুই ধরনের ফ্যাব্রিক দেখা যায়:

    ক) ওভেন ফ্যাব্রিক: এই ধরনের ফ্যাব্রিক দুই সেট সুতার সমন্বয়ে তৈরী করা হয়। ওয়ার্প এবং ওয়েফট দুই ধরনের সুতার সেট। এই ওয়ার্প এবং ওয়েফট এর সুতার ইন্টারল্যাসমেন্ট এর মাধ্যমেই মূলত ওভেন ফ্যাব্রিক প্রস্তুত করা হয়।
    খ) নিট ফ্যাব্রিক: এই ধরনের ফ্যাব্রিক এক সেট সুতার ইন্টারলুপিং এর মাধ্যমে তৈরী করা হয়। এক সেট সুতা হতে হবে হয় ওয়ার্প সুতা অথবা ওয়েফট সুতা।

    ওভেন এবং নিট ফ্যাব্রিক তৈরী করার প্রক্রিয়াই মূলত ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং। এই সিরিজে আমরা এসব প্রক্রিয়ার বিস্তারিত জানবো।

    উইভিং প্রিপারেটরী প্রসেস (Weaving Preparatory Process): এই প্রক্রিয়ায় ওভেন ফ্যাব্রিক তৈরী করা হয়। ওভেন ফ্যাব্রিক তৈরীর ধাপসমূহ হলো:

    ১) ওয়াইন্ডিং
    ২) ওয়ার্পিং
    ৩) সাইজিং
    ৪) লুম (উইভিং)

    ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এর প্রথম পর্বে ওয়াইন্ডিং সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের এই পর্বে ওয়ার্পিং নিয়ে আলোচনা করা হবে ।

    ওয়ার্পিং কী: ওয়াইন্ডিং সুতার প্যাকেজসমূহকে সুবিধাজনক ওয়ার্প অথবা উইভার্স বীম এ রূপান্তর করার প্রক্রিয়াকে সুতার ওয়ার্পিং বলে। ওয়াইন্ডিং এর পর ওয়ার্পিং করা হয়।

    উদ্দেশ্য:

    ১) একটি নির্দিষ্ট দৈর্ঘ্যর সুতার ওয়ার্প বীম প্রস্তুত করা হয়।
    ২) সুতার গুণাবলী বৃদ্ধি করা হয়।
    ৩) সুতার উইভিং ক্ষমতা বৃদ্ধি করে।
    ৪) সুতাকে সাইজিং প্রক্রিয়ার জন্য উপযুক্ত করা হয়।
    ৫) উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে।
    ৬) ছোট ছোট ইয়ার্ন প্যাকেজসমূহ সমন্বয় করা সম্ভব।

    ওয়ার্পিং প্রক্রিয়া:

    ১) Creel
    ২) Control System
    ৩) Reed
    ৪) Measuring Roller
    ৫) Winding on a beam

    ওয়ার্পিং মেশিন: ওয়ার্পিং মেশিন মূলত দুই ধরণের হয়ে থাকে। যথা:

    ১) বীম ওয়ার্পিং মেশিন (Beam Warping Machine)
    ২) সেকশনাল ওয়ার্পিং মেশিন (Sectional Warping Machine)

    ওয়ার্পিং মেশিনের উপাদানসমূহ:

    ১) Creel: আবার এইখানেও পাঁচ ধরনের Creel দেখা যায়। যথা:

    ক) Single end creel
    খ) Magazine creel
    গ) Travelling package creel
    ঘ) Swivel frame creel
    ঙ) V – Shaped creel

    ২) Head stock: আবার এইখানেও দুই ধরনের Head stock দেখা যায়। যথা:

    ক) Fixed
    খ) Traveling

    প্রয়োজনীয়তা:

    ১) সমান্তরাল ইয়ার্ণ শিট তৈরী করে।
    ২) সুতার থিক এবং থিন জায়গার সমস্যা সমাধান করে।
    ৩) ওয়ার্প বীম এর সাহায্য সুতার গুণাবলী বৃদ্ধি করে।
    ৪) লম্বা দৈর্ঘ্যর ওয়ার্প সুতা প্রস্তুত করতে সাহায্য করে।
    ৫) উইভিং প্রক্রিয়ার সহায়ক হিসেবে কাজ করে।

    পরবর্তী পর্বে সাইজিং এবং লুম নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

    Writer information:

    Tanjidur Rahman Sakib
    Department of Apparel Engineering
    Sheikh Kamal Textile Engineering College
    Email: [email protected]

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed