Monday, November 25, 2024
Magazine
More
    HomeTextile Manufacturingফ্যেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন পর্ব ৩ ...

    ফ্যেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন পর্ব ৩ এর আজকের আলোচনা প্লেইন ওয়েভ নিয়েঃ

    প্লেইন ওয়েভঃ ## 
    ফেব্রিক উইভিং স্ট্রাকচার গুলোর মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কমন ওয়েভ স্ট্রাকচার হচ্ছে প্লেইন ওয়েভ। 
     প্লেইন ওয়েভ হচ্ছে ওয়ার্প ও ওয়েফট  এর ইয়ার্ন গুলোর  মধ্যে  (একটি উপর অপরটি নিচে) ইন্টারলেচমেন্ট এর মাধ্যমে  গঠিত  একটি সরল স্ট্রাকচার।
    প্লেইন ওয়েভ ক্যালিকো(calico) ও ট্যাবি(tabby) নামেও পরিচিত। এটিকে সবচেয়ে  সরল  ও এবং এর সর্বোনিম্ন রিপিট  সংখ্যা  ২।
    ☑☑ প্লেইন ওয়েভ এর  কিছু বৈশিষ্টঃ

    >. প্লেইন স্ট্রাকচারে রয়েছে বেশি সংখ্যক বাইন্ডিং পয়েন্ট। 
    > প্লেইন ওয়েভ এ একটি  ইয়ার্ন উপরে ও একটি  ইয়ার্ন নিচে থাকে।
    > থ্রেড ডেনসিটি  লিমিটেড  থাকে।
    > ক্লোথ থিকনেস ও ম্যাচ পার ওয়েট লিমিটেড। 
    > প্লেইন ওয়েভ এর মাধ্যমে শক্তিসলী ফ্যেব্রিক  গঠিত হয়।
    🚩প্লেইন ওয়েভ এর  শ্রেনিবিভাগঃ

     plain weave:|!!👉Rib<(🔰warp rib         &🔰 weft rib)
    👉 Matt/Basket/Hop sack.
    👉seer sucker/ Reep  weave.

    💠 ডেরিভেটিভ  অব প্লেইন ওয়েভঃ 
    রিব ওয়েভ(Rib weave): ⬇ওয়ার্প রিব(warp rib)➡ওয়েফট রিব(weft rib).

    👉👉  (characteristics  of warp rib) ওয়ার্প রিber বৈশিষ্ট্য  :
    >এটি ওয়েফট  ডিরেকশনে রিব/ কর্ড  তৈরী  করে।
    > ওয়ার্প রিবে ওয়ার্প ইয়ার্ন  বেশি মশৃণ হয় ওয়েফট ইয়ার্ন এর চেয়ে।
    >যদি ইউনিট জায়গায়  ends এর সংখ্যা  picksএর চেয়ে বেশি হয় তবে,একই কাউন্টের ইয়ার্ন ব্যবহার করা হয়। 
    >দুই বা তার বেশি ওয়েফট  ইয়ার্ন , ওয়ার্প ইয়ার্ন এর উপর  বা নিচ দিয়ে পাস হয়।
    >ওয়েফট ইয়ার্ংগুলোর টুইস্ট কম হয়ে থাকে।
    >ডিজাইন  প্রস্তুত এর জন্য  দুইটি হেল্ড স্যাফট ব্যবহার করা হয়। 
    >সাধারণত  মাশ্চার্রাইস ইয়ার্ন ব্যবহার করা হয়।

    💢💢 ওয়ার্প রিব দুই প্রকারঃ
    ⏩ রেগুলার ওয়ার্প রিবঃ
    যখন (ends &picks)  ওয়ার্প ও ওয়েফট ইয়ার্ন এর সংখ্যা  সমান হয় তখন  তাকে রেগুলার  ওয়ার্প রিব বলে।যেমনঃ২/২,৩/৩,৬/৬

    ⏩ ইররেগুলার ওয়ার্প রিবঃ
    যখন (ends &picks)  ওয়ার্প ও ওয়েফট ইয়ার্ন এর সংখ্যা  সমান হয়  না তখন  তাকে ইররেগুলার  ওয়ার্প রিব বলে।যেমনঃ২/৩।

    👉👉 (characteristics  of weft rib) ওয়েফট রিব বৈশিষ্ট্য  :
    > ওয়েফট  রিব, ওয়ার্প ডিরেকশনে রিব/ কর্ড  তৈরী  করে।
    > ওয়েফট রিবের  ইয়ার্ন, ওয়েফট রিবের ইয়ার্ন এর চেয়ে ভাল।
    > যদি ইউনিট জায়গায়  ends এর সংখ্যা  picks এর চেয়ে বেশি হয় তবে,একই কাউন্টের ইয়ার্ন ব্যবহার করা হয়। 
    > দুই বা তার বেশি ওয়ার্প ইয়ার্ন , ওয়েফট  ইয়ার্ন এর মধ্য দিয়ে পাস হয়।
    > ডিজাইন  প্রস্তুত এর জন্য  দুইটি হেল্ড স্যাফট ব্যবহার করা হয়।
    💢💢 ওয়েফট রিব দুই প্রকারঃ
    ⏩ রেগুলার ওয়েফট রিবঃ
    যখন (ends &picks)  ওয়ার্প ও ওয়েফট ইয়ার্ন এর সংখ্যা  সমান হয় তখন  তাকে রেগুলার  ওয়েফট রিব বলে।যেমনঃ২/২,৩/৩,৬/৬

    ⏩ ইররেগুলার ওয়েফট রিবঃ
    যখন (ends &picks)  ওয়ার্প ও ওয়েফট ইয়ার্ন এর সংখ্যা  সমান হয়  না তখন  তাকে ইররেগুলার  ওয়েফট রিব বলে।যেমনঃ২/৩ ,

    ✅✅  
    Name of Rib Fabric:
    1.Cord Fabric2.Bayadere3.Ottoman4.Poplin Fabric5.Blankets6.Broadcloth7.Faille8.Hair Cords9.Shantung10.Taffeta

    💢💢 Matt /Hopesack/Basket weave:( ম্যাট /বাস্কেট  ওয়েভ):
    প্লেইন ওয়েভ এর ডেরিভেটিভ  গুলোর  মধ্যে ম্যাট ওয়েভ অনেক ফ্লিক্সিবল ও স্মুথ। 
    ম্যাট ওয়েভ এর কিছু বৈশিষ্ট্যঃ
    >একই ইয়ার্ন ও সমান পুরুত্বের স্কয়ার্র ফ্যেব্রিক  এর চেয়ে ম্যাট ওয়েভ ফ্যেব্রিক  এর ওজন ভারী। 
    >ম্যাট ওয়েভ ফ্যেব্রিক  এর টেয়ারিং(Tearing) রেজিস্টেন্ট অনেক বেশি, কারন এখানে থ্রেড পার ইঞ্চি বেশি ও থ্রেড গুলো  গুচ্ছোকারে থাকে।
    > ম্যাট ওয়েভ ফ্যেব্রিক  প্লেইন  ওয়েভ  এর চেয়ে স্মুথ ও ফেলিক্সসিবল।
    ম্যাট ওয়েভ  ৪ প্রকারঃ১.রেগুলার  ম্যাট ওয়েভ। 
    ২.ইররেগুলার ম্যাট ওয়েভ। 
    ৩.স্টিচিড ম্যাট ওয়েভ। 
    ৪.ফ্যন্সি ম্যাট ওয়েভ।
    📝 writer:MD sajal Hossain.
    🏘 From :Sheikh kamal textile Engineering College.
    🎖🎖Campus Ambassador at TES  

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed