আশিক মাহমুদ ,নিজস্ব প্রতিবেদক। নিটার
প্রকাশিত হলো জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইন্সটিটিউট – (নিটার) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের ফলাফল। আজ ২০ আগস্ট, বৃহস্পতিবার সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পূর্নাজ্ঞ ফলাফল প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ফলাফল অনুযায়ী নিটারের ষষ্ঠ ব্যাচের ১৬০ জন শিক্ষার্থী তাদের বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সর্বশেষ লেভেল অর্থাৎ লেভল – ৪, টার্ম – ২ এর পরিক্ষার উত্তীর্ণ হয়। এই মহামারী অবস্থার মধ্য দিয়েও তারা তাদের বি.এস.সি সম্পন্ন করতে পারায় আনন্দিত। ফলাফল প্রকাশের মাধ্যমে তাদের সামনে উন্মোচিত হলো সম্ভাবনার শত দুয়ার এবং তারে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে উৎকন্ঠার সাথে অপেক্ষা করছে।