Thursday, November 21, 2024
Magazine
More
    HomeIndustrial Calculationব্লো রুমের Waste Calculation যেভাবে বের করবেন

    ব্লো রুমের Waste Calculation যেভাবে বের করবেন

    আমাদের আলোচ্য বিষয় Waste Calculation, অর্থাৎ সেই সব নিষ্ফল বস্তু বা অপদ্রব্য হিসাব করা যা আমাদের মূল কাজে বাঁধা প্রদাণ করে। সাধারণত কটন এমন ১টি বস্তু যা প্রচুর পরিমাণে ময়লা পদার্থ বহণ করতে পারে যেমনঃ ধূলা-বালি, শক্ত পদার্থের টুকরা, বীজের ভাঙা অংশ, কাঁদামাটি ইত্যাদি। কটন স্পিনিং এর সময় কিছু অপদ্রব্য বা Waste বিভিন্ন কিছু ধাপে বেরিয়ে আসে।

    আজকের পর্বে আমরা ব্লো-রুমের Waste Calculation হিসাব করবো। এর পূর্বে আমাদের জেনে রাখতে হবে ব্লো-রুমের অপদ্রব্যগুলো কোনগুলো। মূলত ধূলা-বালি,পরিশোধনযোগ্য ময়লা, ভারী পদার্থই ব্লো-রুমের অপদ্রব্য। সাধারণ ফাইবারগুলোর ৪০–৬০% অপদ্রব্যই ব্লো-রুমে দেখা দেয়। ফাইবারের সর্বোচ্চ ব্যবহারের জন্য আমাদের যথাসম্ভব এদের পরিষ্কারের কাজটি হিসাবমাফিক করতে হবে। ব্লো-রুমের Cleaning efficiency নির্নয়ের মাধ্যমে আমরা এ কাজটি করতে পারি।

    Blow room এর Waste Calculation এর ক্ষেত্রে আমাদের কে কিছু সূত্র মনে রাখতে হবে যা নিম্নরুপ:

    1) Waste = Lint + Trash
    2) Output = Input – Waste
    3) Input = Output x (100 / 100 – Waste%)
    4) Waste % = Waste x 100 / Input
    5) Cleaning efficiency = Waste Extracted x 100 / Total Waste

    এখানে, ব্লো রুমে যত ধরনের অপদ্রব্য রয়েছে, তার মধ্যে প্রথমেই আসে লিন্ট বা শর্ট ফাইবার এবং অন্যান্য ময়লা পদার্থসমূহ। তাই Waste, লিন্ট বা শর্ট ফাইবার এবং অন্যান্য ময়লা পদার্থসমূহ, এই দুইয়ের সমষ্টির সমান। অতএব, ব্লো-রুমে, Output = Input – (Lint + Trash)

    আরো পরিষ্কার ধারনার জন্য কিছু উদাহরণ নিচে দেওয়া হল,

    প্রশ্ন-১: প্রতিটি ১৬৭ কেজি ওজনের ৮০টি Cotton Bale প্রতিদিন ব্লো-রুম লাইনে ফিড করানো হয়। দৈনিক প্রোডাকশন = ১২০০০ কেজি। ব্লো-রুমের Waste এবং Waste % কত? (2-scutcher)

    সমাধাণ:

    Input = Cotton Bale এর সংখ্যা X Bale প্রতি ওজন = ৮০ × ১৬৭ = ১৩৩৬০ kg
    Output = ১২০০০ kg
    Waste = ১৩৩৬০ – ১২০০০ = ১৩৬০ kg
    Waste% = Waste x 100 / Input = ১৩৬০ × ১০০ ⁄ ১৩৬০ = ১০.১৮ %

    প্রশ্ন-২: ১টি ব্লো-রুম লাইনের প্রতি ঘন্টার প্রোডাকশন ৩১০ পাউন্ড। ব্লো-রুমের Waste % = ৬.৫। উক্ত মেশিনে মাসে ১৬৮ কেজি ওজনের কতগুলো Bale লাগবে? (3-scutcher)

    সমাধাণ:

    প্রতিদিনের Output = ৩১০ x ৩ x ২৪ / ২.২০৪৬ = ১০১২৪.৭ kg

    Waste % = ( (Input – Output) ⁄ Input) × ১০০%
    বা, ৬.৫ = (Input- ১০১২৪.৭) ⁄ Input) × ১০০%
    বা, (১০০ – ৬.৫) Input = ১০১২৪৭৪.৫ kg

    Input = ১০১২৪৭৪.৫ / ৯৩.৫ = ১০৮২৮.৬ kg/day

    অতএব, প্রতি মাসের Bale সংখ্যা = ১০৮২৮.৬ x ৩০/১৬৮ = ১৯৩৪ Bale

    Writer information:

    Name: Deep Sarkar
    Institute: Primeasia University
    Batch: 182
    Campus Core Team Member (T.E.S.)

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed