Saturday, December 21, 2024
Magazine
More
    HomeSpinningকার্ডিং এ ব্যবহ্রত কিছু ক্যাল্কুলেশন

    কার্ডিং এ ব্যবহ্রত কিছু ক্যাল্কুলেশন

    কার্ডিং:

    ইংরেজি শব্দ কার্ড বলতে আমরা তাস বুঝে থাকলেও কার্ডিং এর অর্থ মোটেও কিন্তু তাস তৈরী করার কোনো পদ্ধতি নয়। কার্ডিং অর্থ আচড়ানো বা মেশানো। আমাদের টেক্সটাইলের ভাষায় কার্ডিং হলো একটি পদ্ধতি যেখানে নিরবিচ্ছিন্ন ওয়েব বা স্লাইভার তৈরী করার জন্য ব্লোরুম থেকে পাওয়া ল্যাপের ফাইবারগুলোকে খুলে, পরিষ্কার করে সব শেষে আবার একত্রে মেশানো হয়। স্পিনিং-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ১টি ধাপ হলো কার্ডিং। এটিকে “Heart of Spinning“ বলা হয়ে থাকে।

    আমাদের আজকের আলোচ্য বিষয়ে থাকছে কার্ডিং মেশিনের কিছু সমস্যা ও তার সমাধানের Cleaning Efficiency অথবা মেশিন কি পরিমানে ল্যাপ পরিষ্কার করছে এবং আমাদের কতখানি পরিষ্কার স্লাইভার দিচ্ছে আমরা এর মাধ্যমে বুঝতে পারবো।

    দক্ষতাকে যেহেতু শতকরায় প্রকাশ করা হয়, এই ক্ষেত্রেও তাই আমরা ফলাফল শতকরায় পাবো। অর্থাৎ ফলাফলটি নির্দেশ করবে শতকরা কত ভাগ পরিষ্কার স্লাইভার আমরা পাচ্ছি।

    যদি কোনো মেশিনে Trash in lap এবং Trash in sliver যথাক্রমে x, y হয়, তাহলে;

    Cleaning Efficiency = (Trash in Lap – Trash in Sliver) / Trash in Lap × 100
    = (x – y) / y × 100

    যেখানে, (x – y) মেশিন ল্যাপ থেকে যে পরিমান Trash দূর করেছে তার পরিমাণ নির্দেশ করছে।

    Draft:

    ড্রাফট ক্যালকুলেশনের জন্য আমাদের প্রয়োজন ড্রাফট ধ্রুবক বা Draft Constant এবং D.C.P. (Draft Change Pinion) এর মান। এই ২টি মানের অনুপাত ড্রাফট নির্দেশ করে।

    Draft = Draft constant / DCP

    Required DCP Calculation:

    মনেকরি, আমাদের কাছে a সংখ্যক (Teeth) দাঁতের বা খাঁজের এর D.C.P. আছে বা,

    Present D.C.P. = a, Present hank = b, Required hank = c
    Required D.C.P. = Present D.C.P.× (Present hank / Required Hank) = a × (b/c)

    যদি উপরের তথ্যগুলোর মধ্য থেকে b, c এর মান না জানা থাকে বা নির্ণয় করা না যায়, তাহলে

    Required D.C.P = (Present D.C.P × Required Weight of Sliver) / Present Weight of Sliver

    Production:

    Production = ᴨDN × Efficiency এখানে, ᴨDN = Surface Speed of Coiler Winder Roller যার D = রোলারের Diameter, N = No. of Rotation

    Writer information:

    Name: Deep Sarkar
    Institute: Primeasia University
    Batch: 182
    Campus Core Team Member (TES)

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed