Friday, November 22, 2024
Magazine
More
    HomeCampus Newsএসকেটেকে "উদ্যোক্তা" নিয়ে ওয়ার্কশপ সম্পন্ন!

    এসকেটেকে “উদ্যোক্তা” নিয়ে ওয়ার্কশপ সম্পন্ন!

    আমরা অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে হাল্ট প্রাইজ এসকেটেক সফলভাবে একজন বিদেশি অতিথি কে সাথে নিয়ে” শারপেনিং এন্টারপ্রিনিউরাল মাইন্ডসেট” শীর্ষক তৃতীয় কর্মশালাটি সম্পন্ন করেছে।

    এই কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের
    সোনিল পারাজুলি
    যিনি একজন আন্তর্জাতিক কর্পোরেট প্রশিক্ষক ও অনুপ্রেরণামূলক বক্তা।

    এই কর্মশালায় কীভাবে একজন উদ্যোক্তা হতে হবে এবং বিচারক এবং শ্রোতাদের সন্তুষ্ট করার জন্য অন ক্যাম্পাস ফাইনালে আমাদের কী মানের একজন উদ্যোক্তা হওয়া দরকার তা নিয়ে আলোচনা করেছেন।

    একজন উদ্যোক্তা হওয়ার জন্য নির্দিষ্ট লক্ষ্য স্থির করা, মানুষকে বা ক্রেতাকে বুঝতে পারার ক্ষমতা অর্জন করা, সহজেই অন্যদের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা অর্জন, ক্ষতির ঝুঁকি কে গ্রহণ করা ওএকজন নবীন উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যেসব সমস্যা আসতে পারে সেগুলো কে চিহ্নিত করা এবং সমাধান করার উপায় বের করা এসব ব্যাপারে তিনি বিস্তারিত আলোচনা করেছেন যা উক্ত ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা খুব নিখুঁতভাবে আয়ত্ত করার চেষ্টা করেছে।

    সমস্ত প্রতিযোগী দলের সদস্য এবং আয়োজক সদস্যরা অত্যন্ত প্রাণবন্ত এই কর্মশালাটি উপভোগ করেছেন।

    এসম্পর্কে ক্যাম্পাস ডিরেক্টর মোঃ মোক্তার হোসেন বলেন ” এই কর্মশালাগুলে সবার জন্য খুবই গুরুত্ব বহন করবে।সামনে আরও তিনটি কর্মশালায় আয়োজন করা হবে যেখানে প্রশিক্ষক হিসাবে থাকবে ইন্টারন্যাশনাল স্পিকারগন।
    আশা করি আমরা সফলভাবে হাল্ট প্রাইজ আয়োজন সম্পন্ন করবো।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed