Sunday, December 22, 2024
Magazine
More
    HomeFabricAn overviews on Satin/sateen structure

    An overviews on Satin/sateen structure

    Satin/sateen weave হচ্ছে plain ও twill এর মত ব্যাসিক ওয়েভ স্ট্রাকচার যা প্রাচীন কাল থেকে ব্যাবহৃত হয়ে আসছে।

    বিলাসিতা, রোম্যান্স এবং সংবেদনশীলতার সাথে যুক্ত, satin / sateen কাপড়গুলি সূক্ষ্ম সিল্ক এবং সুতোর পাশাপাশি রেয়ন, অ্যাসিটেট এবং পলিয়েস্টার ফাইবারগুলি দিয়ে তৈরি হয়ে আসছে।

    এটি এমন স্ট্রাকচার যেখানে warp ইয়ার্ন ও weft ইয়ার্ন এর সাথে এমন ভাবে ইন্টালেসমেন্ট ঘটে যাতে smooth ফ্যাব্রিক উৎপন্ন হয়। satin weave ফ্যেব্রিক এর high luster এর কারন বেশি সংখ্যক floating points. Satin weave structure এর ক্ষেত্রে interlacing point গুলো floating point দ্বারা আবৃত থাকার কারনে satin /sateen ফ্যেব্রিক এত বেশি smooth ও glossy হয়।

    Features of satin/sateen weave fabric :

    1. এই ফ্যেব্রিক এর পৃষ্ঠ অনেক বেশি smooth ও lustrous .
    2. Low twisted ইয়ার্ন ব্যাবহার এর মাধ্যমে EPI বাড়ানোর সাথে সাথে smoothness ও বাড়ানো যায়।
    3. warp ও weft এর মাঝে শুধু একটা মাত্র ইন্টার্লেসমেন্ট ঘটে।
    4. ইন্টার্লেসমেন্ট পয়েন্ট গুলো floating point দ্বারা আবৃত থাকে।

    5.Twill ও plain এর চেয়ে বেশি loose স্ট্রাকচার।

    1. number of cross mark = number of thread in repeat.
    2. কোন Twill line থাকে না।

    8.বেশি ব্যাবহৃত হয় jacquard স্ট্রাকচারে।

    Classification of satin/sateen weave:

    Satin/sateen স্ট্রাকচার দুই ভাগে বিভক্তঃ

    1. Warp satin.
    2. Weft satin/sateen.

    এই দুই প্রকার স্যাটিন স্ট্রাকচার আরো দুইটি সাবক্লাসে বিভক্ত ঃ
    1. Regular (warp or weft)

    1. Irregular (warp or weft).

    Warp satin : যখন ফ্যেব্রিক সার্ফেসে warp floating এর prominence দেখা যায় তখন তাকে warp satin বলে।

    warp satin কে প্রকাশ করা হয়ঃ
    (X/1)*(A)
    যেখানে,
    X = warp face
    A=move number.

    Warp satin দুই প্রকারঃ

    Regular warp satin:
    যেখানেঃ
    ১.repeat number নির্ধারিত।
    ২.move number নির্দিষ্ট
    ৩. move number এর ডিরেকশন weft বরাবর।
    ৪. ইন্টার্লেসমেন্ট পয়েন্ট weft বরাবর।
    ৫.

    Irregular warp satin :
    যেখানে,
    ১.repeat number নির্ধারিত কিন্ত
    ২. move number নির্দিষ্ট নয় ইচ্ছামত দেয়া যায়।
    ৩. repeat এর ইন্টার্লেসমেন্ট পয়েন্ট randomly place হবে

    আর সবসময় যেটি লক্ষ্যনীয় repeat এর warp and ও weft এর মাঝে একবার ইন্টার্লেসমেন্ট ঘটবে।

    Weft satin : যখন ফ্যেব্রিক সার্ফেসে weft floating এর prominence দেখা যায় তখন তাকে weft satin বলে।

    weft satin কে প্রকাশ করা হয়ঃ
    (1/X)*(A)
    যেখানে,
    X = warp face
    A=move number.

    Weft satin দুই প্রকারঃ

    Regular weft satin:
    যেখানেঃ
    ১.repeat number নির্ধারিত।
    ২.move number নির্দিষ্ট
    ৩. move number এর ডিরেকশন weft বরাবর।
    ৪. ইন্টার্লেসমেন্ট পয়েন্ট warp face।

    Irregular weft satin :
    যেখানে,
    ১.repeat number নির্ধারিত কিন্ত
    ২. move number নির্দিষ্ট নয় ইচ্ছামত দেয়া যায়।
    ৩. repeat এর ইন্টার্লেসমেন্ট পয়েন্ট randomly place হবে।

    আর সবসময় যেটি লক্ষ্যনীয় repeat এর warp and ও weft এর মাঝে একবার ইন্টার্লেসমেন্ট ঘটবে।

    Move number :

    Satin/sateen ফ্যেব্রিক এর ক্ষেত্রে move number হচ্ছে দুইটি ইন্টার্লেসমেন্ট এর মধ্যবর্তী দুরত্ব।

    লক্ষ্যনীয় বিষয়ঃ

    ১.move number 0/1 হতে পারবে না।
    ২.দুইটি move number এর ভিতর সাধারণ গুননীয়ক থাকবে না।
    ৩. irregular satin এর ক্ষেত্রে move number নির্দিষ্ট থাকবে না।

    End use of satin/sateen weave:

    Satin fabric সাধারণত পোশাক হিসাবে ব্যবহৃত হয়: সাটিন বেসবল জ্যাকেট, অ্যাথলেটিক শর্টস, মহিলাদের অন্তর্বাস, নাইটগাউন, ব্লাউজগুলি এবং সন্ধ্যায় গাউন, তবে কিছু পুরুষদের বক্সার শর্টস, ব্রিফ, শার্ট এবং neckties আরোও pointe shoes for use in ballet.& Other uses include interior furnishing fabrics ও গৃহসজ্জার সামগ্রী এবং বিছানার চাদর।

    Writer :MD SAJAL HOSSAIN

    From: SKTEC.

    Campus Ambassador at TES

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed