গার্মেন্টস মার্চেন্ডাইজিংয়ে ফ্যাব্রিক কঞ্জাম্পশন খুব ই গুরুত্বপূর্ণ একটি উপাদান। একটা অর্ডারে লাভ কতটুকু হবে সেটা অনেকাংশেই ফ্যাব্রিক কঞ্জাম্পশন এর ওপর নির্ভর করে।এজন্য, অর্ডার প্রাপ্তির পরে ফ্যাব্রিক কঞ্জাম্পশন সঠিকভাবে করা উচিত। আজকে একটি টিশার্ট এর নিট ফ্যাব্রিক কঞ্জাম্পশন নিয়ে আলোচনা করবো।
নিট ফ্যাব্রিক কঞ্জাম্পশন মেথড: নিট ফ্যাব্রিক কঞ্জাম্পশনে নিম্নলিখিত সূত্র ব্যবহার করে করা উচিত-
ফ্যাব্রিক কঞ্জাম্পশন/ডজন(All Measurement in cm):
[{(Body Length +Sleeve Length +Allowance)×(1/2 chest width+Allowance)×2×GSM×12}÷10000000]+Wastage%(in kg)
ফ্যাব্রিক এবং ফ্যাব্রিক জিএসএমের প্রকারগুলি বায়ার নিশ্চিত করবে। বডি লেন্থ এবং হাতা দৈর্ঘ্যের জন্য, বডি হেম, কাঁধের জয়েন্ট, হাতা হেম এবং আর্মহোল জয়েন্টে আনুমানিক sewing allowance (12 সেমি) প্রয়োজন। বুকের প্রস্থের জন্য, উভয় পাশের seams এ আনুমানিক sewing allowance (6 সেমি) প্রয়োজন হবে এবং বিভিন্ন পর্যায়ে আনুমানিক ফ্যাব্রিক অপচয় 10% হয়।
এখন এই ব্যপারে একটি উদাহরন দেয়া যাক।
উদাহরণ: মনে করুন, একজন বায়ার অর্ডার কোয়ান্টিটি এবং ফ্যাব্রিক জিএসএম উল্লেখ করে আপনাকে একটি বেসিক টি-শার্টের নিচের মেসারমেন্ট চার্ট সরবরাহ করেছে। (যেখানে ফ্যাব্রিক 100% সুতির সিঙ্গেল জার্সি ও ফ্যাব্রিক জিএসএম 160 এবং অর্ডার পরিমাণ 10000pcs হয়)। তাহলে এই অর্ডারের জন্য ফ্যাব্রিক কঞ্জাম্পশন গননা করা যাক:
Size:
S– Chest length = 19″(48cm), Shirt length = 28″ (71cm), Sleeve length = 14″ (36cm)
M– Chest length = 20″ (52cm), Shirt length = 29″ (74cm), Sleeve length = 15″ (38cm)
L– Chest length = 22″ (56cm), Shirt length = 30″ (76cm), Sleeve length = 16″ (41cm)
Xl– Chest length = 24″ (61cm), Shirt length = 31″ (79cm), Sleeve length = 17″ (43cm)
XXl– Chest length = 26″ (66cm), Shirt length = 32″ (82cm), Sleeve length = 18″ (46cm)
XXXl- Chest length = 28″ (71cm), Shirt length = 33″ (84cm), Sleeve length = 19″ (49cm)
এখানে, আমরা xl আকারের জন্য মেসারমেন্ট চার্টটি ফলো করিঃ-
ফ্যাব্রিক জিএসএম- 160,মোট অর্ডার পরিমাণ- 10000বডি লেন্থ বা শার্ট লেন্থ-79সেমিস্লিভ লেন্থ- 43 সেমি১/২চেস্ট উইডথ বা প্রস্থ – 61 সেমিএখন, সমস্ত মেসারমেন্ট নিম্নলিখিত সূত্রটিতে প্রয়োগ করা হয়েছে-
প্রতি ডজন ফ্যাব্রিক কঞ্জাম্পশন , (all measurement in cm)
[{(Body Length +Sleeve Length +Allowance)×(1/2 chest width+Allowance)×2×GSM×12}÷10000000]+Wastage%(in kg)
=[{(79+43+12)×(61+6)+2×160×12}÷10000000] +10%(কেজিতে)= 3.45 + 10% (কেজিতে) = প্রতি দশকে 3.795 কেজি।
সুতরাং, 10000 পিস (833.33 ডজন) পোশাকের জন্য প্রয়োজনীয় ফ্যাব্রিক 3162.5 কেজি।
✒️ Source:
1. Textileschool.com
✍️ Writer information:
Name: Abdullah Mehedi Dipto
Institute: Primeasia University
Batch: 181
Campus Core Team Member (TES)
উদাহারনে allowence 12cm &6 cm কোন হিসেবে নেয়া হয়েছে দয়া করে বুঝিয়ে দিলে উপকৃত হতাম।