Wednesday, January 22, 2025
Magazine
More
    HomeCampus NewsBIFT ৩য় গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত

    BIFT ৩য় গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত

    মোঃ হাসিবুল হাসান সুজন, BUFT প্রতিনিধি :

    BUFT আয়োজিত BIFT ৩য় গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পাদিত হলো BUFT এর নিজস্ব ক্যাম্পাস নিশাতনগর, তুরাগ,ঢাকা তে।১১১,১১২,১২১ ব্যাচের AMT, KMT, FDT ডিপার্টমেন্টের মোট ৬৫০ জন স্টুডেন্ট কে সাথে নিয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান।

      

     

     

     

     

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. হারুন-উর-রশীদ(ভাইস চ্যান্সেলর অফ এনইউ),মি: মোজাফফর -উ – সিদ্দিক (ফাউন্ডার চেয়ারম্যান অফ BUFT), আইয়ুব নবী খান (ভিসি অফ BUFT),ইঞ্জি.কুতুবউদ্দিন আহমেদ (চেয়ারম্যান & ফাউন্ডার অফ এনভয় গ্রুপ) এছাড়াও ছিলেন অন্যান্য প্রাতিষ্ঠানিক কর্মকর্তা,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকগণ। শিক্ষার্থীদের হাতে উপহার ও ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।উক্ত অনুষ্ঠানে সকল অতিথি এবং প্রাক্তন স্টুডেন্টগণ তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed