Monday, January 20, 2025
Magazine
More
    HomeBusinessDigital Textile Printing of Bangladesh & its prospect

    Digital Textile Printing of Bangladesh & its prospect

    All Over Printing Technologists of Bangladesh প্রতি বারই নতুন নতুন চমক নিয়ে হাজির হয়। এবার ও তার ব্যতিক্রম নয়, এবার হাজির হয়েছে Digital Textile Printing of Bangladesh & its prospect সেমিনার নিয়ে। যা গতো ৭-০১-২০২২ তারিখে রাত ৮.০০ ঘটিকা সময় অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়। যাতে অতিথি হিসেবে ছিলেন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টবৃন্দ।

    প্রধান আতিথি হিসাবে ছিলেন Professor Md.Abul Kashem, Vice chancellor, Bangladesh University of Textiles.

    President হিসাবে ছিলেন Engr.SM. Abdur President (AOPTB) General Manager Op Unifill Tex BD Group .

    Key note speaker হিসাবে ছিলেন Engr.Ashraful Alam , Advisor AOPTB.

    Special Guest Muhammad Mohiuddin, Director, Coperation Unicom Textile
    Special Guest General Secretary Textile Engineering Division, IEB.
    এছাড়া আরো Guest হিসেবে ছিলেন Engr. Soliman Bari, principle Pabna Textile College.

    Engr Md Ali Azam Rokon, Principle of Taxtile Engineering College, Zorarganj Chottogram.

    Md. Shawkat Hossain Sohel General Secretary AOPTB Manager CAD Unifill corropsite Dyeing MLS Ltd.

    Engr. Md. Abu Sayed (AOPTB) DGM.Anwar Group.
    সেমিনারটি সুন্দর ভাবে পরিলাচনার জন্য Moderator হিসাবে ছিলেন Engr. Md.Abu Sayed
    Kiron, Joint Secretary ( AOPTB) DGM,Anwar Group.
    পবিত্র কুরআন তিলয়াতের মাধ্যমে সেমিনারটি শুরু করা হয়। সেমিনারটিতে ১০০ ও বেশি ইন্ডাস্ট্রশিয়ালিশ ও শিক্ষার্থী অংশগ্রহণ করে।
    সেমিনারের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন S.M Abdur Rahman স্যার President (AOPTB) General Manager Op Unifill Tex BD Group . এরপর
    Engr. Md. Abu Sayed (AOPTB) DGM,Anwar Group. স্যার রির্চাস নিয়ে কথা বলেন। তিনি বলেন কিভাবে কাজ করলে টেক্সটাইলে ভাল ফল পাওয়া যাবে এবং প্রযুক্তির উন্নয়ন ঘটবে।
    তারপর বক্তব্য রাখেন Professor Md.Abul Kashemস্যার Vice , Bangladesh University of Textiles তিনি বলেন কিভাবে টেক্সটাইলে নতুন প্রযুক্তি, টেকনোলজি Exports করা যায়,নতুন ম্যাটারিয়াল আবডেট করা যায়।

    Engr.Ashraful Alam , Advisor AOPTB তিনি প্রথমে Printing এর ধারণা দেন। এরপর Types of printing, Digital printing, Digital Fabric printing proces,Inkjet print, Inkjet Printing heads, Inkjet Print heads specifications, Samba G3L print head, Transfer to Fabric printing, Advntage of digital & Traditional print etc.
    Special Guest Muhammad Mohiuddin, Director, Coperation Unicom Textile তিনি ডিজিটাল প্রিন্টিং ও অনন্যা প্রিন্টিং এর সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করেন।
    সব শেষে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে সেমিনারটি শেষ হয়।

    নাফিজা নিজামী

    বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ডটেকনোলজি

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed