Sunday, November 24, 2024
Magazine
More
    HomeCampus NewsDiploma in Textile Engineering

    Diploma in Textile Engineering

    ✅ অনেকের ইচ্ছা থাকে  SSC পাশ করার পর ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও জুট টেকনোলোজি তে পড়ার। গত ৩১ মে SSC পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে অনেকেই আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি গ্রুপটিতে পোস্ট করছেন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়বে কিনা? বা এর ভবিষ্যৎ কেমন? প্রথমেই বলে রাখি ‘পরিশ্রম সফলতার চাবিকাঠি’। আমি খুব অবাক হয়েছি আমার অনেক টেক্সটাইল পড়ুয়া ভাই-ব্রাদার রা ঐসব পোস্টে নতুনদের অনুৎসাহিত করছেন। ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছেন। হাস্যকর হলেও সত্যি যে কমেন্টে টেক্সটাইল সম্পর্কিত বাজে মন্তব্যকারীর অনেকেই ঠিকভাবে ‘Textile’ বানান করতে পারেন নাই।  

    ✅ যাই হোক, পেশা হিসেবে অনেকের অ্যালার্জি থাকলেও বাংলাদেশে একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাই আন্তর্জাতিক পর্যায়ে ’মেইড ইন বাংলাদেশ’ ট্যাগ এ ব্র্যান্ডিং শুরু করেছে। বিশ্বের ২য় বৃহত্তম জিন্স ব্র্যান্ড এইচ এন্ড এম শুধুমাত্র বাংলাদেশ থেকেই বছরে ১৩০ কোটি মার্কিন ডলার মুল্যের পন্য নিয়ে থাকে, আজ আমরা যারা হলিউডের মুভি দেখে অভ্যস্ত তারা কয়জনে জানি এই সব নামীদামি সেলিব্রেটিরা বাংলাদেশ এর নাম কে একটি ব্র্যান্ড হিসেবে জানে? ফুটবল বিশ্বকাপে গ্রেড ওয়ান জার্সি , ন্যাটোর ক্যামোফ্লেজ ড্রেস থেকে শুরু করে Diesel, Reebok, Nike, Puma কারা নির্ভর করে না এই দেশের টেক্সটাইল প্রোডাক্ট এর উপর? আর যারা বিশ্বের দরবারে বাংলাদেশ কে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত করেছেন তারা এই দেশের ই টেক্সটইল ইঞ্জিনিয়াররা। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ কে টেক্সটাইল সেক্টরের পরবর্তি চীন হিসেবে ঘোষনা করেছে।

    ✅ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে হলে একজন প্রার্থীকে অবশ্যই টেক্সটাইল টেকনোলজিতে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। এছাড়াও ডিপ্লোমা ডিগ্রী সম্পন্নকারী ব্যক্তিরাও এই শিল্পে প্রতিষ্ঠা অর্জন করতে পারেন। তবে এক্ষেত্রে তাদের বেতন/সুযোগ সুবিধা স্নাতক ডিগ্রী অর্জনকারীদের তুলনায় অবশ্যই কম হয়। তবে কর্ম দক্ষতায় নিজেকে দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করণের মাধ্যমে পেশাগত সফলতা সম্ভব।বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে হলে একজন প্রার্থীকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী অর্জনকরতে হয়। সেই সাথে এই বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্তরাও এই শিল্পে কাজ করার যথেষ্ট সুযোগ পেয়ে থাকে। টেক্সটাইল শিল্পে যথেষ্ট চাকরির সুযোগ থাকায় এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীর সংখ্যা কম হবার কারণে এই শিল্পে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের বেতন অনেক বেশি হয়ে থাকে।

    শিক্ষাজীবন সমাপ্ত হবার পূর্বেই অর্থাৎ চতুর্থ বর্ষে অধ্যায়নরত অবস্থায় যেহেতু একজন ছাত্র-ছাত্রী তাদের চাকরি জীবন শুরু করে থাকে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের আকার এবং ব্যবসায়িক কর্মপরিধির উপর ভিত্তি করে তাদের বেতন/ সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে।

    ✅ যেসব ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছেঃ

    1. Textile Institute, Tangail
    2. Textile Institute, Natore
    3. Textile Institute, Rangpur
    4. Textile Institute, Chattagram
    5. Textile Institute, Dinajpur
    6. Textile Institute, Barisal
    7. Textile Institute, Khulna
    8. Bangladesh Handloom Education & Training Institute

    ✅ প্রস্তাবিত টেক্সটাইল ইন্সটিটিউট সমূহঃ

    1. Gourandi Textile Institute, Borishal 
    2. Bhola Textile Institute, Bhola 
    3. Sheikh Rasel Textile Institute, Madargonj, Jamalpur 
    4. Shaheed Kamrujjaman Textile Institute, Manda, Nawgaon 
    5. Begum Amina Mansur Textile Engineering Institute, Kazipur, Sirajgonj 
    6. Sunamgonj Textile Institute, Sunamgonj 
    7. Faridpur Textile Institute, Faridpur 
    8. Sylhet Textile Institute, Sylhet 
    9. Lalmonirhat Textile Institute, Lalmonirhat 
    10. Feni Textile Institute, Feni (Waiting for parliament’s approval)
    11. Shahrasti Textile Institute, Chandpur (Waiting for parliament’s approval)
    12. Narayangonj Textile Institute, Narayangonj (Project in process)
    13. Netrokona Textile Institute, Netrokona (Project in process)
    14. Jashore Textile Institute, Jashore (Project in process)
    15. Joypurhat Textile Institute, Joypurhat (Project in process)
    16. Mahbubul Haq Shakil Textile Institute, Mymensingh (Project in process)
    17. Kushtia Textile Institute, Kushtia (Project in process)
    18. Sherpur Textile Institute, Sherpur (Project in process)

    ✅ ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সরকারীভাবে করার জন্য যেসব বিশ্ববিদ্যালয়ে সুযোগ রয়েছেঃ

    1. Dhaka University of Engineering & Technology (DUET)
    2. Bangabandhu Textile Engineering College (BTEC)
    3. Jashore University of Science and Technology (JUST)
    4. Bangladesh Handloom Education & Training Institute (BHETI), Narsingdi.

    ✅ সবশেষে একটি কথা- “একটি লক্ষ্য ঠিক করো। সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, পেশী, রক্তনালী – পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ।”– স্বামী বিবেকানন্দ (ভারতীয় পন্ডিত, সাধক, ও লেখক)

    ✅ Writer:

    Sajjadul Islam Rakib 
    Dept. of Textile Engineering 
    National Institute of Textile Engineering & Research-NITER (10th Batch)

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed