Sunday, January 19, 2025
Magazine
More
    HomeFabric“FABRIC OF THE GOD” 

    “FABRIC OF THE GOD” 

    দেবতাদের ফেব্রিক নামে পরিচিত ফেব্রিক হলো Vicuña wool যা পৃথিবীর সবচেয়ে দামী ফেব্রিক।এক ধরনের llama vicuña থেকে vicuña wool পাওয়া যায়।ইতিহাস অনুযায়ী এটিই দেবতাদের ফেব্রিক নামে পরিচিত ছিল। 

     • দক্ষিণ আমেরিকার আন্দেজ পর্বতমালার উঁচুতে পাওয়া এই ফেব্রিকটি কাশ্মীরের চেয়েও বেশী ব্যায়বহুল এবং খুঁজে পাওয়া কঠিন। 

     • পৃথিবীর সবচেয়ে দামী ফেব্রিক হওয়ার কারণ এটি অতিসুক্ষ এবং দূর্লভ আর এই ফেব্রিকটি কেবল রাজকীয়রা ব্যাবহার করতেন।

    Vicuña wool এর উৎপাদন 

    Vicuña wool সংগ্রহ করা হয় vicuña নামক ভেড়া থেকে।এটি উৎপাদন করা এতো সহজ না।এই ভেড়াটিকে প্রতিবছর shear করা অসম্ভব।বছরে মাত্র একবার ভেড়া থেকে ঊল সংগ্রহ করা যায়।কাপড় তৈরীর জন্য ভেড়ার ঘাড় আর পিঠ থেকে সংগ্রহ করা হয়। কারণ এই দুই জায়গার ঊল বেশি টেকসই হয়।hand looming process-এ এই ঊল সংগ্রহ করা হয় যা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। 

    Vicuña wool এর ব্যাবহার 

    পৃথিবীর দামী এই vicuña wool এর তৈরী ফেব্রিক wardrobe and house hold decorations উভয় কাজেই ব্যাবহার করা হয়। যদি আমরা একটি সফ্ট, ডেলিকেট এবং রাজকীয় ফেব্রিক পরিধান করতে পছন্দ করি তাহলে এটি একটি ভালো অপসন।আর যদি এর তুলনামূলক বেশি দাম নিয়ে আমাদের কোন আপত্তি না থাকে। কারণ একটি bespoke vicuña suit এর জন্য কমপক্ষে $50,000 ডলার পরিশোধ করতে হয় যা বাংলা টাকায় প্রায় ৫,৫৩৪,২০০ টাকা!!!!

    Name:Lamia Akter sunzida 

     Government college of applied human science Clothing and textile,2nd year 

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed