আজকে লিখতে যাচ্ছি, গত ১৫ জানুয়ারি থেকে আরম্ভ হয়ে ১৮ তারিখে শেষ হওয়া ইন্ডাস্ট্রির অন্যতম বড় টেক্সটাইল প্রদর্শনী Garmentech Bangladesh 2020 সম্পর্কে। সব মিলিয়ে ১০টি হলে ২৪টি দেশের ৪৫০টি প্রতিষ্ঠান তাদের পণ্যসামগ্রী তুলে ধরেছে প্রদর্শনীগুলোয়। বেশির ভাগ ক্ষেত্রেই জাপান, চীন, ইন্ডিয়া এই সকল দেশের কোম্পানি গুলো সংখ্যাই বেশি ছিল।
মেলাতে শুরুতেই কথা বলি,চীনের এক নাম করা সুইং মেশিনের বিভিন্ন পার্টস বিক্রি করে এমন এক প্রতিষ্ঠান DONG YANG YONGHONG SEWING MACHINE EQUIPMENT FIRM এর সাথে। এইবার তাদের সংগ্রহে রয়েছে; টাইমিং বেল্ট, টাইমিং বেল্ট হুইল, বিভিন্ন ধরনের মোশন ট্রানফারের গিয়ার, ফিড ফ্রেম, ফিড প্লেট, প্রেশার ফুট, ববিন ওয়াইন্ডার, টেনশন ডিভাইস, থ্রেড টেনশন, ববিন, টেফ্লন প্লাস্টিক প্রেশার প্লেট, নিডেল প্লেট ইত্যাদি।
কথা বলা হয় চীন থেকে আগত, গার্মেন্টস মেশিনারি সাপ্লায়ার XIAMEN STAO GARMENT MACHINERY এর প্রতিনিধির সাথে। এইবার তাদের সংগ্রহে আছে; আর্টিফিশিয়ালী ডেভেলপড স্প্রেডিং মেশিন, ইন্ড কাটার, অটো-শারপেনিং কাটিং মেশিন, ইলেক্ট্রো-থারমাল কটন কাটিং মেশিন, ব্যান্ড নাইফ কাটিং মেশিন, ফেব্রিক লুজেনিং মেশিন, ফেব্রিক ইন্সপেকশন মেশিন, এয়ার ব্লোয়ার কাটিং টেবিল।
এরপর কথা বলা হয়, কোরিয়ান এক আয়রন মেশিন সাপ্লায়র SILVER STAR এর সাথে। এরা মূলত ১২০/২২০ ভোল্ট, ৮০০-১০০০ ওয়াটের আয়রন মেশিন গুলো সাপ্লাই দিয়ে থাকে। তাছাড়াও এরা বিশ্ব মানের আয়রনিং টেবিলও সরবরাহ করে থাকে। তাদের সংগ্রহে রয়েছে স্টিম জেনারেটর, স্পট রিমোভিং মেশিন, হিট ট্রান্সফার মেশিন আর বিভিন্ন ধরনের স্টিমার।
আমরা সবাই জানি যে, সুইং মেশিন অপারেট করতে মোটর এর প্রয়োজন অনস্বীকার্য। কথা বলি, চীনের এরকম এক সুইং মেশিন মোটর সাপ্লায়ার কোম্পানি ZHEJIANG YUMA TECHNOLOGY Co, Ltd এর রিপ্রেঞ্জেন্টেটিভ এর সাথে। তাদের সংগ্রহে আছে বিভিন্ন ধরনের সুইং সারভো মোটর, যেগুলো কিনা সুইং মেশিনের এফিশিয়েন্সি ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারে। তারই সাথে ৬০ থেকে ৮০ শতাংশ পাওয়ার সেইভ করতে পারে। তাদের সংগ্রহে আরো আছে কন্ট্রোল বোর্ড, রোটর, স্টেটর, কেপাসিটেন্স, হিট ডিজিপেশন প্লেট, সুইচ, স্পিড কন্ট্রোল বক্স।
এরপর কথা হয় চীনের আরেক গার্মেন্টস ম্যানুফেকচারিং মেশিন সাপ্লায়ার ZHAOQING SHIRFERLY MACHINERY Co, Ltd এর রিপ্রেজেন্তেটিভ এর সাথে। তাদের সংগ্রহে রয়েছে, কম্পিউটারাইজড ফুল-অটোমেটেড স্ট্রিপ কাটার, অটোমেটিক ফোল্ডিং মেশিন, ডাবল কনভেয়ার গার্মেন্টস ফেব্রিক শ্রিঙ্কিং-ফরমিং মেশিন, ফেব্রিক ইন্সপেকশন মেশিন, ফেব্রিক রিওয়াইন্ডার মেশিন, ব্যান্ড নাইফ কাটিং মেশিন ইত্যাদি।
প্রদর্শনীতে পোশাক খাত-সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি ও প্রযুক্তি যেমন ডায়িং মেশিন, পণ্য বহনের ট্রলি, হিট এক্সচেঞ্জার, মিক্সচার ট্যাংক, ইন্ডাস্ট্রিয়াল র্যাক, কাটিং রিলাক্সজেশন র্যাক, হাইড্রো এক্সটেকটার, জ্বালানি সাশ্রয়ী বয়লার, গার্মেন্টে ব্যবহৃত সুতা, স¦য়ংক্রিয় সেলাই ও কাটিং মেশিন, আয়রন মেশিন, ইলেকট্রনিক আইলেট বাটন হোল মেশিন, লে গোল্ড ইলাস্টিক জয়েনিং মেশিন, অটোমেটিক রিব কাটিং মেশিন, আয়রন উইথ টেবিল মেশিন, ডিজিটাল টেক্সটাইল ময়েশ্চার মিটার মেশিন, মলিকুলার সিভ, অ্যাকটিভেটেড কার্বন ওডর বা অ্যান্টি স্মেলের মতো পণ্য প্রদর্শিত হয়েছিল।
এই ছিল Garmentech Bangladesh 2020 টেক্সটাইল মেলা সম্পর্কিত একটি ছোট রিভিউ।
লেখকঃ বাঁধন সাহা।
প্রাইমেশিয়া ইউনিভার্সিটি (টেক্সটাইল ডিপার্টমেন্ট)।