একটি পোশাক সম্পূর্ণভাবে তৈরী এবং ব্যাবহার যোগ্য করার জন্য কয়েকটি উপাদান ব্যাবহার করা হয়ে থাকে যেগুলো Trimmings ও Accessories নামে পরিচিত।
টেক্সটাইল ইন্ড্রাস্ট্রিগুলোতে বিভিন্ন ধরণের Trimmings and Accessories ব্যাবহার করা হয়ে থাকে। কোন পোশাকে কি ধরণের Trimmings and Accessories ব্যাবহার করতে হবে তা বায়াররা তাদের পছন্দ অনুযায়ী নির্ধারণ করে থাকেন।
Trimmings কাকে বলে?
একটি তৈরী পোশাকের ভিতর মূল কাপড় ব্যাতীত যে সকল উপাদান কাপড়ের সাথে সেলাইয়ের মাধ্যমে সংযুক্ত থাকে তাদেরকে Trimmings বলে।
Trimmings মূলত দুই ধরণের হয়ে থাকেঃ
দৃশ্যমান Trimmings: যে সকল Trimmings কাপড়ের বাইরে থেকে দেখা যায় তাদেরকে দৃশ্যমান Trimmings বলে।
যেমনঃ Button, Motif, Sewing thread ইত্যাদি।
অদৃশ্য Trimmings: যে সকল Trimmings কাপড়ের বাইরে থেকে দেখা যায় না তাদেরকে অদৃশ্য Trimmings বলে।
যেমনঃ Lining, Interlining, Label ইত্যাদি।
Trimmings মূলত দুইটি উদ্দেশ্য ব্যাবহার করা হয়ে থাকেঃ
Functional purpose: (Button, Zipper, Label, Sewing thread).
Decorative purpose: (Lace, Motif, Metal badge).
Trimmings এর কোয়ালিটিঃ
লাইফ টাইমঃ Trimmings সমূহের লাইফ টাইম মূল কাপড়ের লাইফ টাইম এর সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। তা না হলে কাপড়টি ধোয়া হলে কিংবা আয়রন করার ফলে Trimmings নষ্ট হয়ে গেলে মূল পোশাকটিই অকেজো হয়ে যাবে।
সংকোচনশীলতাঃ কোনও Trimmings যাতে লাগানোর কারণে কিংবা অধিক ব্যাবহারের কারণে সংকুচিত হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
মরিচাঃ বিভিন্ন নন টেক্সটাইল উপকরণ যেমন বোতাম, মেটাল ব্যাজ কিংবা মেটাল বোতাম এগুলোতে যাতে মরিচা না ধরে সেজন্য ব্যাবস্থা নিতে হবে।
আরামদায়কতাঃ Trimmings ব্যাবহারের ফলে যাতে পোশাক পরিধানকারীর শরীরে কোনও অস্বস্তিকর অনুভব না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। Trimmings সমূহ অবশ্যই আরামদায়ক হতে হবে।
কালার ফাস্টনেসঃ অনেক সময় Trimmings সমুহ ধোয়ার কারণে কিংবা সূর্যের আলোতে রঙ উঠে যেতে দেখা যায়। কাজেই Trimmings সমূহের রঙ যাতে দীর্ঘস্থায়ী হয়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
List of Trimmings:
1.Sewing thread.
2.Button.
3.Label.
4.Lining.
5.Interlining.
6.Motif.
7.Lace.
8.Braid.
9.Rivet.
10.Zipper.
11.Hook.
12.Shoulder pad.
13.Metal badge.
14.Twill tape.
15.Velcro tape.
Accessories কাকে বলে?
তৈরী পোশাকসমূহকে সুন্দরভাবে প্যাকেটজাত এবং বিক্রয় উপযোগী করার জন্য যে সকল উপাদান ব্যাবহার করা হয় তাদেরকে Accessories বলা হয়। ( Accessories সমূহ কাপড়ের সাথে সেলাইয়ের মাধ্যমে সংযুক্ত করা থাকে না কিংবা থাকলেও তা খুলে ফেলে পোশাকটি ব্যাবহার করা হয়) ।
List of Accessories:
1.Hanger.
2.Hand Tag.
3.Sticker.
4.plastic clip.
5.Safety pin.
6.Neck board.
7.Back board.
8.Butterfly.
9.Tissue paper.
10.poly bag.
11.Brass pin.
12.Size tag.
13.Cartoon.
14.Collar stand.
15 Scotch tape.
16.Numbering stuckers.
17.Barcode.
18.Iron seal.
Source: Google & Wikipedia.
Tanjidur Rahman Sakib
Department of Apparel Engineering
Sheikh Kamal Textile Engineering College
Campus ambassador (Textile Engineers).