Wednesday, January 22, 2025
Magazine
More
    HomeTechnical TextileMilitary Textile

    Military Textile

    টেকনিক্যাল টেক্সটাইল এর অন্যতম শাখা মিলিটারি টেক্সটাইল। বিশ্বব্যাপী টেক্সটাইল সামগ্রীর সবচেয়ে চাহিদাপূর্ণ ক্রেতা হচ্ছে বিভিন্ন দেশের সামরিক বাহিনীরা। সামরিক ক্ষেত্রে ব্যাবহৃত ফেব্রিক গুলো যুদ্ধের বিভিন্ন আধুনিক কলাকৌশলের উপর ভিত্তি করে পরিবর্তন করে মিলিটারি টেক্সটাইল তৈরি করা হয়।

    মিলিটারি টেক্সটাইল এর প্রভাবক গুলোর মধ্যে ন্যানোটেকনোলজি অন্যতম। ন্যানো প্রযুক্তি দ্বারা, সামরিক ফ্যাব্রিকের কার্যকারিতা বাড়ানো সম্ভব। টেকনাভিওর বিশ্লেষকদের মতে, ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে স্মার্ট টেক্সটাইল এর বাজার বৃদ্ধি পেয়েছে ১০.৩৫%। এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে মিলিটারি ফ্যাব্রিক শীর্ষ অগ্রাধিকারের একটিতে পরিণত হয়েছে।

    ন্যানো টেকনোলজির মাধ্যমে মিলিটারি টেক্সটাইলকে হালকা ওজনের তৈরি করা হয়েছে, যা ভারী সরঞ্জাম বহনকারী প্রতিরক্ষাবাহিনীর সদস্যদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । ন্যানো টেকনোলজি পরিবেশ অনুসারে ফ্যাব্রিককে রঙ এবং প্যাটার্নে পরিবর্তন করতে সহায়তা করে,যা ছদ্মবেশ ধারণে সহযোগী ।মিলিটারি টেক্সটাইলের ক্ষেত্রে আরো কিছু প্রয়োজনীয় চাহিদা হচ্ছে মাংসপেশিকে লাফানো,দৌড়ান,ভারউত্তোলন ইত্যাদির জন্য উপযোগী গড়ে তোলা। সামরিক টেক্সটাইলের জন্য অগ্নি নির্বাপণ, ওয়াটার প্রুফ, এন্টি-স্টেইন ইত্যাদি বৈশিষ্ট্যসম্পন্ন কাপড় প্রয়োজন।

    এসব চাহিদার জন্য বর্তমানে মিলিটারি টেক্সটাইল প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে বহুল ব্যাবহৃত সামগ্রী গুলোঃ-

    Polyester
    Cotton
    High Tenacity Polyester
    Kevlar
    Coolmax
    Meta Aramid
    Lycra
    Nomex
    Here Kevlar, Coolmax.
    Meta Aramid, Nomex. ইত্যাদি বিশেষ ম্যান-মেইড ফাইবার।

    বর্তমানে বহুল ব্যবহৃত মিলিটারি টেক্সটাইল প্রোডাক্ট গুলো:-

    -Fire resistant combat uniform
    -Ballistic-resistant body armor and helmets
    -Camoflage system
    -Chemical productive clothing
    -Extreme cold weather uniforms and gear
    -Exposive ordance disposal bomb suits
    -Parachutes
    -Firefighting turnout gear
    Etc.

    মিলিটারি টেক্সটাইল এর বৈশ্বিক বাজার পরিস্থিতি:

    সামরিক বা মিলিটারি টেক্সটাইল টেকনিক্যাল টেক্সটাইল এর একটি অংশ।ধারণা করা হচ্ছে global textile market এ আরো ৬ বছর এই খাত বৃহত্তম market segment হিসেবে অব্যাহত থাকবে।
    উন্নত দেশ গুলোতে টেক্সটাইল মেনুফ্যাকচারিং এর ৪০% টেকনিক্যাল টেক্সটাইল জড়িত।
    চীন এই ক্ষেত্রে মোট উৎপাদনের ২০% ব্যয় করছে।
    এশিয়ার দেশগুলো ক্রমশ টেকনিক্যাল টেক্সটাইল উৎপাদনের পাউয়ার-হাউজ হিসাবে হয়ে উঠছে।

    প্রধান সামরিক দেশগুলির গবেষকরা ভবিষ্যতের যুদ্ধ এবং প্রতিরক্ষামূলক পোশাকের নিয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই খাতের ভবিষ্যতের ব্যবস্থার সাধারণ লক্ষ্যগুলি:

    -প্রাকৃতিক এবং যুদ্ধক্ষেত্রের হুমকির বিরুদ্ধে সুরক্ষা উন্নত করা।
    -চরম পরিস্থিতিতে তাপ-শারীরবৃত্তীয় আরাম বজায় রাখা,চরম পরিস্থিতিতে জীবনরক্ষা নিশ্চিত করা।
    -বিভিন্ন পোশাক উপাদানগুলির মধ্যে সামঞ্জস্যতা উন্নত করা।
    -ওজন এবং উপকরণের পরিমাণগত আধিক্য হ্রাস করা।
    -সকল লেয়ারের কার্যকারিতা একিভূত করা যাতে কম লেয়ারে অধিক কার্যকারিতা নিশ্চিত করা যায়।
    -প্রোডাক্টের গঠনগত পরিবর্তন করে সাশ্রয়ী ও পুনর্ব্যবহারযোগ্য গড়ে তোলা।

    Writer information:
    Name: Mehedi Dipto
    Institution: Primeasia University
    Batch: 181

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed