Thursday, December 26, 2024
Magazine
More
    HomeTechnical TextilePhotonic Fabric (ফ্যাব্রিক যা রং পরিবর্তনে সক্ষম)

    Photonic Fabric (ফ্যাব্রিক যা রং পরিবর্তনে সক্ষম)

    এমন একজন মানুষ পাওয়া যাবে না যিনি আলোকসজ্জা বা LED light দিয়ে ঘর সাজাতে পছন্দ করবেন না। আবার বিয়ে বাড়িতে নানান রঙের আলো-আধারির খেলা দেখে মুগ্ধ হই না এমনই বা কয়জন আছেন… আচ্ছা কেমন হবে যদি এই রকম আলোর খেলা আমাদের পরিধেয় বস্ত্রেও থাকে? শুনতে হাস্যকর মনে হচ্ছে? কিন্ত জেনে অবাক হবেন বিজ্ঞানীরা এই কল্পনার মত জিনিসই আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এর নাম Photonic Fabric। কীভাবে অপটিকাল ফাইবারগুলি বুনন করতে হয় এবং LED Light নির্গমনকারী নমনীয় ফেব্রিক তৈরি করা যায় বিজ্ঞানীরা ইতোমধ্যেই তা গবেষনা করে বের করেছেন।

    ২০০৬ সালে ফিলিপস (Philips) কোম্পানি Internationale Funkausstellung consumer-electronics একটি অনুষ্ঠানে প্রথমবারের মতো সবার সাথে Photonic fabric এর পরিচয় করিয়ে দেয়। তখন তারা জ্যাকেটের মধ্যে এই প্রযুক্তিটি ব্যাবহার করে সবার সামনে তুলে ধরেছিল। তাদের প্রথম প্রদর্শিত কাপড়ের মধ্যে ১৪X১৪ বিন্যাসের লাল-সবুজ-নিল (RGB) রঙের LED light ছিল এবং এর আকার ছিল ২০০X২০০ মিমি। বর্তমানে এর আকার আরো বৃদ্ধি পাচ্ছে। এটি মূলত অপটিক্যাল ফাইবার দ্বারা বুননকৃত একটি পাতলা কাপরের স্তর যা অন্য একটি কাপড়ের সাথে যুক্ত করা হয়ে থাকে এবং এর থেকে রঙ-বেরঙের আলোকরশ্মি নির্গত হয়।

    এই Photonic Fabric আজ মানুষের কাছে খুবই সমাদৃত। বর্তমানে এর নানাবিধ ব্যবহার নিচে তুলে ধরা হল-

    ১। গৃহসজ্জায় আজ এই ধরনের প্রযুক্তি বিপুল আকারে ব্যবহৃত হচ্ছে।
    ২। বিভিন্ন ধরনের ফ্যাশন শো তে আজ এই ফেব্রিকের ব্যবহার খুবই সাধারন হয়ে দাঁড়িয়েছে।
    ৩। কর্মক্ষেত্রে সুরক্ষা এবং বর্ধিত দৃশ্যমানতার জন্য এই ফেব্রিকের ব্যবহার খুবই কার্যকর। 
    ৪। যারা রাতে জগিং অথবা ক্রীড়া প্রশিক্ষণ করতে পছন্দ করেন তাদের জন্য এই কাপড় অনেক সুবিধার কারন হতে পারে।
    ৫। বড় বড় শিল্পী,গায়ক বা নৃত্যকার রা এই ধরনের কাপড় পরে তাদের দর্শকদের আরও বেশি আনন্দ দিয়ে থাকে।
    ৬। বিজ্ঞাপন শিল্পে অনেক কোম্পানি তাদের তথ্য বা লোগো প্রদর্শন করতে এই কাপড়ের সাহায্য নিয়ে থাকেন।৭। বর্তমানে বিলি-ব্লাঙ্কেট নামে চিকিৎসা ক্ষেত্রে এক ধরনের  ডিভাইস আবিষ্কৃত হয়েছে যা নবজাতক শিশুর জন্ডিসের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে।

    এক্ষেত্রে মনে হতে পারে যে, যেহেতু এটি একটি ইলেকট্রনিক  ডিভাইস এর মত তাহলে এটিকে হয়ত শুধু একবারই ব্যবহার করা যাবে অর্থাৎ এটিকে হয়তো ধোয়া যাবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে এই Photonic Fabric কে  অন্যান্য সাধারন কাপড়ের মতোই ধোয়া যায়।শুধুমাত্র ধোয়ার আগে এর ব্যাটারি এবং ইলেকট্রনিক অংশগুলি খুলে রাখতে হয়। এছাড়া এর LED Light নির্গমনকারী পাতলা স্তরটিকেও খুলে আবার পুনরায় লাগানো যায়। আরও অবাক করা বিষয় হচ্ছে, ফিলিপস এই ফেব্রিক  এর মধ্যে সেন্সর (Orientation and Pressure sensors) এবং যোগাযোগ ডিভাইস (Bluetooth,GSM) সংযুক্ত করে ইন্টারঅ্যাক্টিভিটি অর্জন করেছে। যার ফলে এর আলো নিয়ন্ত্রন হাতের স্মার্টফোনের মাধ্যমেও করা যাবে।আরও বিস্ময়কর তথ্য হচ্ছে, এই পোশাকের আলোর রং স্মার্টফোনের সাহায্যে পরিবর্তন ও করা যাবে।

    ভাবতেই অবাক লাগে এমন একটি পোশাক যা শুধু রুপকথায়ই কল্পনা করা যায় তা আজ বাস্তব হয়ে  আমাদের চোখের সামনে এসে গিয়েছে। যদিও এরকম একটি পোশাকের অধিকারি হতে গেলে গুনতে হবে বড় অংকের টাকা।কিন্তু আশার কথা হল এই Photonic Fabric নিয়ে বিজ্ঞানীদের গবেষণা দিন দিন বিস্তৃত হচ্ছে। তাই এমন দিন হয়ত দুরে নয় যেদিন রাতে রাস্তায় বের হলে দেখা যাবে যে চারিদিকে আলোর ঝলকানি,আলোর এক বিস্ময়কর খেলা।

    তথ্যসূত্র- fibre2fashion.com, Technicaltextile.net

    Writer information:

    Omar Saif
    Department of Textile Engineering (3rd Batch)
    Jashore University of Science and Technology

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed