Thursday, January 2, 2025
Magazine
More
    HomeCampus NewsSKTEC এ ঘরবন্দীভাবেই সফল সেমিনার

    SKTEC এ ঘরবন্দীভাবেই সফল সেমিনার

    করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারের অঘোষিত লক ডাউনের অংশ হিসেবে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকলেয়ো শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যারিয়ার ক্লাবের কার্যক্রম থেমে নেই।অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে চলছে এসকেটেক ক্যারিয়ার ক্লাবের সকল কার্যক্রম। ক্লাব কমিটিরা তাদের জেনারেল মিটিং অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে সেরেছে। গত ২৫ শে এপ্রিল থেকে এসকেটেক ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে জুম অ্যাপের মাধ্যমে অনলাইন নলেজ শেয়ারিং সেশন টাইটেলে বেশ কয়েকটি অনলাইন সেমিনার অনুষ্ঠিত হচ্ছে ।

    আগামী ১৯ মে তারিখে Sustainability in the Textile Supply Chain এর উপর একটি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।এই সেমিনারের গেস্ট থাকছেন Sarif Patwary. PhD Candidate and graduate . Teaching Assistant, Kansas State University, USA.এর পূর্বে এসকেটেক ক্যারিয়ার ক্লাব বেশ কয়েকটি অনলাইন সেশন সমাপ্ত করেছে।

    সেশনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো;

    – Sustainable Fashion. Where we are!
    Guest: Istiaque Ahmed Nabil.
    Manager, Business Development, Cloths R US Limited.

    -Career in Knit Merchandising.
    Guest :Md Tanzir Alam from Meghna Group.

    -Aspects of Trading House job.
    Guest :Enam Ahamed from ZXY International.

    -Aspects of Woven Merchandising.
    Guest :Md Salauddin Nishat.
    Merchandiser, ABA Group.

    এছাড়া Textile Engineering Graduates দের Higher Study নিয়ে কয়েকটি সেমিনার সম্পুর্ণ হয়েছে।তারমধ্যে কয়েকটি নিম্নরুপ:

    – Higher Study Opportunity in China.
    Guest: Subrato Acharjya.
    MSc Chemical Engineering. East China University of Science and Technology.

    – Career Talk and Higher Study Opportunity in Canada.
    Guest:Mostafiz Towhid.
    Graduate Research Assistant, University of Manitoba, Canada.

    -Scopes for Higher Study in USA.
    Guest:Pratim Sikdar.
    PhD Student and Research Fellow. Non-woven Functional Materials Lab, University of Georgia, Athens, USA.

    উল্লেখ্য প্রতিটি সেমিনারে আলোচকেরা সে সকল দেশে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং সে সকল দেশে যেতে তাদের করণীয় কি সে বিষয় সহ খুটিনাটি অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

    এছাড়াও Life in the Web টাইটেলে আরো একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যেখানে গেস্ট ছিলেন Sheikh Shahed Uddin. MS Industrial Engineering and Management. MS Merchadising, Oklahoma State University.

    নবাগত ক্যাম্পাস শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এসকেটেক ক্যারিয়ার ক্লাবের জুম অনলাইন সেমিনারের সবচেয়ে বেশি আলোচিত সেমিনার ছিলো Challenges Freshers Face in Their First Job. যেখানে অতিথি হিসেবে ছিলেন Md Samuel Alim. Assistant Merchandiser,Sterling Creation Limited

    প্রতিটি সেমিনারের হোস্ট করেছেন এসকেটেক ক্যারিয়ার ক্লাবের মডারেটর ফাহাদ মাহমুদ (প্রভাষক), শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। অনুষ্ঠিত হয়ে যাওয়া সকল সেমিনারের ভিডিও এসকেটেক ক্যারিয়ার ক্লাবের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রতিটি সেমিনার সফলভাবে সম্পুর্ন হচ্ছে। এতে শিক্ষার্থীরা তাদের অবসর সময়কে যথাযথ কাজে লাগাতে পারছেন বলে দাবী করেন এসকেটেক ক্যারিয়ার ক্লাব কমিটি।

    ক্যাম্পাস প্রতিনিধি: কে.এম.ওলিউল্লাহ মনির।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed