Thursday, December 26, 2024
Magazine
More
    HomeCampus NewsTeam DUKETEX কে নিয়ে RUET IPE DAY 2019 এ এসকেটেকের প্রতিনিধি দল

    Team DUKETEX কে নিয়ে RUET IPE DAY 2019 এ এসকেটেকের প্রতিনিধি দল




     


    কে.এম.ওলিউল্লাহ মনির,ক্যাম্পাস প্রতিনিধি :


    রুয়েট আইপিই ডে উপলক্ষে বিজনেস কেস সলভ নামক অনুষ্ঠানে এসকেটেকের Team DUKETEX অংশগ্রহণ করে।আলোচ্য DUKETEX টিমের প্রতিনিধি দলে ছিলেন সালিম সাদমান প্রান্ত, মহিউদ্দিন মজুমদার হিমালয়, তারেক মাহমুদ ও তাহমিদ আহমেদ। গত ১২জুন থেকে ০৩ জুলাইয়ের নিদিষ্ট সময়ের মধ্য সিলেকশন রাউন্ডকে সামনে রেখে Team DUKETEX অনলাইন কেস সাবমিশনে অংশগ্রহন করে এবং গত ৭ ই জুলাইয়ে অনলাইন সাবমিশনের ফলাফল প্রদান করা হলে Team DUKETEX ১২০ টি অংশগ্রহনকারী দলের মধ্যে ৯ম স্হান অধিকার করে।সিলেকশন রাউন্ডের ফলাফলের ভিত্তিতে মোট ২০ টি প্রতিনিধি দল রুয়েটে ফাইনাল কেস সমাধানে অংশগ্রহণ করে।

    গত ১৮ ও ১৯ ই জুলাইয়ে রুয়েটে ফাইনাল রাউন্ডসহ Team DUKETEX রুয়েটে এক সেমিনারে অংশগ্রহণ করে।পর্যাপ্ত প্রেজেন্টেশন স্কিল ও অভিজ্ঞতার অভাবে Team DUKETEX ফাইনাল রাউন্ড থেকে ছিটকে পরে বলে আমাদের জানিয়েছেন Team DUKETEX এর সদস্য মহিউদ্দিন মজুমদার হিমালয়।রুয়েটে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য Team DUKETEX কে অর্থিক সহায়তা প্রদানে সহায়তা করেন এসকেটেক ক্যারিয়ার ক্লাবের মডারেটর ফাহাদ মাহমুদ স্যার।উনার সার্বিক সহায়তায় কলেজ ফান্ড থেকে প্রিন্সিপাল মোঃ মহিবুল ইসলাম স্যারের নির্দেশে Team DUKETEX কে অর্থিক সহায়তা করা হয় বলে জানিয়েছেন সালিম সাদমান প্রান্ত।



    Team DUKETEX এর কার্যক্রমে শেখ কামাল টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের সকল ছাত্র- ছাত্রীদের মধ্য বিজনেস কেস নিয়ে ব্যাপক উত্তেজনা কাজ করছে বলে জানিয়েছেন মহিউদ্দিন মজুমদার হিমালয়। তিনি আমাদের জানিয়েছেন সামনে তারা আরো শক্তিশালী দল নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজনেস কেস সলভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।এ বিষয় নিয়ে এসকেটেক ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট ইডেন মজুমদার কে প্রশ্ন করা হলে তিনি জানান তাদের ক্লাব বিজনেস কেস নিয়ে সামনে আরো বড়ধরনের পরিকল্পনা নিয়ে আসছে।ক্যাম্পাসে বিজনেস কেস সলভ নিয়ে তারা সামনে বিভিন্ন সেমিনার আয়োজন করবে বলে তিনি আমাদের জানিয়েছেন।


    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed