Saturday, November 23, 2024
Magazine
More
    HomeEventTES এর আয়োজনে ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্যারিয়ার নিয়ে লাইভ আগামী ১২ জুন

    TES এর আয়োজনে ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্যারিয়ার নিয়ে লাইভ আগামী ১২ জুন

    TES ডেস্ক রিপোর্ট :

    #লাইভ_প্রোগ্রাম-৪
    ফ্যাশন হাউজের কথা শুনলেই চোখের সামনে ভেসে উঠে এইচ&এম, এম&এস, টেক্সমার্ট, জারা, গ্যাপ, টার্গেট, টেসকো, জেসিপেনি, ক্যারিফোর, ওয়ালমার্ট এর মত বিশ্ববিখ্যাত ব্র‍্যান্ডগুলো। এছাড়াও বাংলাদেশের নিজস্ব ছোট বড় অনেক ফ্যাশন হাউস রয়েছে যাদের মধ্য সেইলর, ইয়োলো, আড়ং, ক্যাটস আই, অঞ্জনস, দর্জি বাড়ি, রিচম্যান, নগর পল্লী, রঙ, ইজি, সাদাকালো, বাংলার মেলা, বিবিয়ানা ইত্যাদি উল্লেখযোগ্য ।

    টেক্সটাইলে পড়াশোনা করে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গঠনের চমৎকার সুযোগ রয়েছে । এজন্য দক্ষতার পাশাপাশি প্রয়োজন হয় সঠিক দিকনির্দেশনা । ফ্যাশন ইন্ড্রাস্ট্রিসমূহের চলমান অবস্থা সম্পর্কে ধারণা রাখা টা খুবই জরূরী । ফ্যাশন ইন্ড্রাস্ট্রির বিভিন্ন পদে ক্যারিয়ার গঠনের জন্য রয়েছে নানা ধরণের রিকোয়ারমেন্ট ।
    তাই এবার একটি ভিন্নধর্মী উদ্দেশ্য Textile Engineers Society (TES) আয়োজন করতে যাচ্ছে Textalk with Icons শিরোনামে চমৎকার একটি লাইভ প্রোগ্রাম।

    TES এর লাইভ প্রোগ্রাম এর এপিসোড-৪ এ এবার অতিথি হিসেবে হাজির হবেন-

    তনিমা মাহনূর
    ফ্যাকাল্টি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি
    ফাউন্ডার, মাহনুর

    আলোচনার বিষয়ঃ Prospects & Career Opportunities in Fashion Industry.

    বাংলাদেশের ফ্যাশন ইন্ড্রাস্ট্রি সম্পর্কে যাবতীয় ধারনা এবং কীভাবে ফ্যাশন হাউজে ক্যারিয়ার গঠন করা সম্ভব এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন সম্মানিত অতিথি ।

    লাইভটি সরাসরি সম্প্রচার হবে #টেক্সটাইল_ইঞ্জিনিয়ারস পেজ থেকে আগামী ১২ জুন, শুক্রবার ঠিক রাত ৯.০০টায়।

    পেজ লিংক :
    https://www.facebook.com/1836879863220890/

    সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed