Wednesday, December 18, 2024
Magazine
More
    HomeFiberTHE QUEEN OF PHILIPPINE FABRIC

    THE QUEEN OF PHILIPPINE FABRIC

    আনারস গাছের পাতা থেকে প্রাপ্ত ফাইবারের নাম “পিনা ফাইবার”। পিনা ফাইবার প্রাকৃতিক লিফ ফাইবার। পিনা একটি স্প্যানিশ শব্দ,যার আক্ষরিক অর্থ আনারস। এই পিনা ফাইবারের মধ্যে আলফা সেলুলোজিক, হেমি সেলুলোজিক ও উল্লেখযোগ্য পরিমাণে লিগনিন রয়েছে। এটি মূলত ফিলিপাইনে বহুল ব্যবহৃত একটি ফাইবার। পিনা ফাইবার থেকে উৎপন্ন সুতা দিয়ে সুন্দর ও রুচিশীল ফ্যাশানেবল পোশাক প্রস্তুত করা হয়। কখনও কখনও শুধুমাত্র আনারস ফাইবার, কখনও বা এর সাথে রেশম অথবা পলিয়েস্টার যুক্ত করে ফেব্রিক তৈরি করা হয়।
    → ব্রাজিল,হাওয়াই, ইন্দোনেশিয়ার মতো অন্যান্য উপ-ক্রান্তীয় অঞ্চলে বহু পূর্ব থেকেই আনারস চাষ হয়।
    আনারস সিল্ককে ফিলিপাইনের কাপড়ের রাণী হিসাবে আখ্যায়িত করা হয়।

    পিনা ফাইবার উৎপাদন প্রক্রিয়া:

    প্রযুক্তিগত ব্যবহারের মাধ্যমে এবং সঠিক প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আনারসের পাতা থেকে সুতা বের করে নেওয়া সম্ভব। আনারসের পাতা থেকে পিনা ফাইবারকে দুইভাবে নিষ্কাশন করা হয়। যথা –

    (i) ম্যানুয়ালি নিষ্কাশন প্রক্রিয়া: প্রথমে বাগান থেকে আনারস পাতা সংগ্রহ করে ধুয়ে শুকাতে হয়। এরপর হাতে দিয়ে ছোট সিরামিক/স্টীলের প্লেট দ্বারা আঁচড়িয়ে আঁশ নিষ্কাশন করা হয়। সেই আঁশ রোদে শুকিয়ে প্রস্তুত হয় সুতার গুটি। এভাবে একজন শ্রমিক দিনে সর্বোচ্চ ৫০০ পাতাকে ফাইবারে রূপান্তর করতে পারে।

    (ii)মেকানিক্যালি নিষ্কাশন প্রক্রিয়া: যদি মেকানিক্যালি নিষ্কাশন করা হয় তবে সেই মেশিনে ৩ প্রকারের রোলার থাকতে হবে। এক্ষেত্রে প্রথমে আনারসের পাতাকে Feed Roller দিয়ে চালনা করলে তা Leaf Scartching Roller এ পৌঁছায়। তখন পাত্রের উপরে Waxy Layer গুলো Scartching Roller এর ব্লেড দ্বারা আঁচড়ানো হয়, ফলে বেরিয়ে আসে কাঙ্ক্ষিত “পিনা ফাইবার” আবার ওই পাতা ৩-৪ দিন জলে পঁচালেও সুতো বেরিয়ে আসে।

    পিনা ফাইবারের বৈশিষ্ট্য : 
    ১. Pineapple Fiber অত্যন্ত নরম এবং মোলায়েম।
    ২. এটি Hemp Fiber এর তুলনায় বেশ নরম।
    ৩. ফাইবারটি লিনেনের মতই সুন্দর এবং প্রাকৃতিক ঔজ্জ্বল্য আছে।
    ৪. ওজনে হালকা এবং অন্যান্য ফাইবারের সাথে সহজেই মেশানো যায়।
    ৫. সহজেই ধোয়া যায় এবং ড্রাইওয়াশের প্রয়োজন হয় না।
    ৬. এই ফাইবার বেশ পরিবেশ বান্ধব।

    পিনা ফাইবার থেকে উৎপন্ন সামগ্রী :
    • ফিলিপাইনে পিনা ফাইবারের সাথে আরও কিছু ফাইবারের সংমিশ্রণ ঘটিয়ে ‘barong tagalog’ নামক পোশাক বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
    • এছাড়াও আরও কিছু ব্যবহার্য উপাদান যেমন- বাহারি হাতব্যাগ,ভেনিটি ব্যাগ,গহনার বক্স,ওয়াল ম্যাট,টিস্যুর বাক্স,কলমদানি,কুশন এবং পাপোশ,হ্যাট,বিভিন্ন ধরনের খেলনা ইত্যাদি।
     “সাসটেইনেবল ফাইবার” হিসেবেও পিনা ফাইবার বেশ জনপ্রিয়।

    Maymuna Akter

    Govt. College Of Applied Human Science


    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed