Saturday, November 23, 2024
Magazine
More

    Yarn Count Part-1


    ইয়ার্ন কাউন্ট আর্টিকেলটিকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে। আর্টিকেল  অনেক বড় করে লিখলে পড়ার ধৈর্য থাকে না সেদিকটা বিবেচনা করে পর্ব করে লেখা হলো এতে পাঠক সহজেই বিষয়টি আয়ত্তে আনতে পারবে ।
    তিনটি পর্ব থেকে আমরা যা শিখতে পারবো :


    👉 পর্ব-1 :☀ কাউন্ট কি ???☀কাউন্ট এর প্রকারভেদ।☀ কাউন্ট এর উদ্দেশ্য ।☀কাউন্ট ও জি.এস.এম এর মধ্যে সম্পর্ক ।

    👉 পর্ব-2 :☀ কাউন্ট নির্ণয় করার পদ্ধতি ( ডিরেক্ট কাউন্ট)

    👉 পর্ব-3 :☀কাউন্ট নির্ণয় করার পদ্ধতি ( ইনডিরেক্ট কাউন্ট)


    👉 কাউন্ট কি ???
     সুতার একক দৈর্ঘ্যের ভর বা একক ভরের দৈর্ঘ্যকে কাউন্ট বলে । সহজ ভাষায় বললে সুতা কতটুকু মোটা বা কতটুকু চিকন তা সংখ্যাত্মক মান দ্বারা নির্ণয় করা হচ্ছে ইয়ার্ন কাউন্ট।
    👉 কাউন্ট এর প্রকারভেদ :
    💎 কাউন্ট দু’প্রকার :
    ☀ ডিরেক্ট কাউন্ট:
    সুতার একক দৈর্ঘের ভরের সূতাকে ডিরেক্ট কাউন্ট বলে।এই পদ্ধতিতে,1. কাউন্ট যত বেশি হবে সুতা তত মোটা হবে 2. কাউন্ট যত কম হবে সুতা তত চিকন হবে
    ডিরেক্ট সিস্টেম এর ক্ষেত্রে সবসময় একটি নিয়ম মেনে চলে তা হল সুতার দৈর্ঘ্য বা লেন্থ কনস্ট্যান্ট এবং ওয়েট ভেরিয়েবল অর্থাৎ দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে কিন্তু ওজন পরিবর্তিত হয়।
    ডিরেক্ট পদ্ধতির সাধারণত জোট সিল্ক নাইলন হেম্প ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়।
    চার প্রকার ডিরেক্ট কাউন্ট রয়েছে :
    * Tex (Ne) count

     * Denier (Nd) count 

    * Woolen (Nw) count

     * Spyndle count


    ☀ ইনডিরেক্ট কাউন্ট :
    সুতার একক ভরের দৈর্ঘ্যের সুতাকে ইনডিরেক্ট কাউন্ট বলে। এই পদ্ধতিতে,1.  কাউন্ট যত বেশি হবে সুতা ততো পাতলা বা চিকন হবে 2. কাউন্ট যত কম হবে সুতা তত মোটা বা স্থূল হবে।
    ইনডিরেক্ট পদ্ধতি একটি নিয়ম মেনে চলে তা হল সুতার ওজন অপরিবর্তিত থাকে কিন্তু দৈর্ঘ্য পরিবর্তিত হয় ।
    সাধারণত কটন ,উলেন, লিনেন,উরস্টেড, প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয় ইনডিরেক্ট কাউন্ট।
     ইনডিরেক্ট কাউন্ট কে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে :
    1. ইংলিশ কাউন্ট

     2. মেট্রিক কাউন্ট

    3. ফ্রেন্স কাউন্ট

    4. ওরস্টেট কাউন্ট

    👉 কাউন্ট এর উদ্দেশ্য :
    ☀ প্রথমত সুতা মোটা না চিকন সেটা নির্ণয় করা ।

    ☀ উৎপাদিত কাপড় মোটা হবে নাকি চিকন সে সম্পর্কে জানা।

    ☀ কাপড়ের বৈশিষ্ট্য সম্পর্কে জানা ।

    ☀ কাপড়ের জিএসএম সম্পর্কে পূর্বেই অবগত হওয়া ।

    ☀সুতা বা কাপড়ের কাউন্ট সম্পর্কে জেনে পরবর্তী প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা।


    👉 কাউন্ট ও জি এস এম এর মধ্যে সম্পর্ক :
    কাউন্ট :সুতার একক দৈর্ঘ্যের ভর বা একক ভরের দৈর্ঘ্যকে কাউন্ট বোঝায়। সুতা মোটা না চিকন সেটা নির্ণয় করা হচ্ছে কাউন্ট।
    জিএসএম :1 বর্গমিটার কাপড়ের ওজন যত সেটাই তার জিএসএম ।সুতা মোটা হলে জিএসএম বেশি, সুতা চিকন হলে জিএসএম কম।


    Thanks for reading my article. Please wait for Part-2 & part-3. Stay with TES


    Writer :MD. ROBIUL ALOM

    SHEIKH KAMAL TEXTILE ENGINEERING COLLEGE, JHENAIDAH

    WPE, 3rd BATCH

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed