ইনডিরেক্ট সিস্টেম :
এই পদ্ধতিতে,
- কাউন্ট যত বেশি হবে সুতা ততো পাতলা হবে
- কাউন্ট যত কম হবে সুতা তত মোটা হবে
ইনডিরেক্ট পদ্ধতি একটি নিয়ম মেনে চলে তা হল সুতার ওজন অপরিবর্তিত থাকে কিন্তু দৈর্ঘ্য পরিবর্তিত হয় ।
বিভিন্ন একক এ ইনডিরেক্ট সিস্টেম:
- English count (Ne) 1 lb = ? Hank(840 yards)
তার মানে হল এক পাউন্ড কাপড়ের মধ্যে 840 গজের যতগুলো হ্যাঙ্ক রয়েছে তাই হচ্ছে ইংলিশ কাউন্ট
Example : 80 Hank = 80 count
- Metric count (Nm) 1 kg = ? Skain (1000m)
অর্থাৎ 1000 মিটার এর যতগুলো স্কেইনের ওজন এক কেজি হবে ততো হবে মেট্রিক কাউন্ট এর মান।
Example : 100 Skain = 100s
- French count (Nf) 500 gm = ? Skain (1000m)
এর মানে হল 1000 মিটার এর যতগুলো স্ক্রেইনের মান 500 গ্রাম ফ্রেন্স কাউন্ট হবে তত।
Example: 50 Skain = 50 s
- Worsted count (N wor) 1lbs = ? Hank (560 yards)
মানে 560 গজের যতগুলা হাঙ্ক এর ওজন 1 পাউন্ড তাকে ওরস্টেড কাউন্ট বলে।
Examples : 100 Hank = 100 count
ইনডিরেক্ট সিস্টেমে কাউন্ট নির্ণয়ের পদ্ধতি :
L×w
Indirect count = ———-
l×W
Here,
L = sample length
w = unit weight
l = unit length
W = sample weight
Math solution :
- 120 গব 17 জন যদি 10 গ্রাম হয় তবে ইংলিশ কাউন্ট কত?
Solution :
Here,
L = 120
w = 1
l = 840
W = 10
1 pound = 453.6 gm
সুতরাং,
120×1
English count = ————————–
840×10/453.6
= 6.48
= 6 Ne
এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে পরিবর্তিত কাউন্ট :
1 . ডেনিয়ার থেকে ইংলিশ কটন কাউন্টার রূপান্তরের ক্ষেত্রে,
5315
ইংলিশ কটন কাউন্ট = —————————————–
ডেনিয়ার পদ্ধতিতে সুতার কাউন্ট
আবার ,
5315
ডেনিয়ার কাউন্ট =—————————–
ইংলিশ কটন কাউন্ট
- ডেনিয়ার থেকে টেক্সট পদ্ধতিতে রূপান্তর:
ডেনিয়ার কাউন্ট
টেক্স কাউন্ট = —————————–
9
= .1111 × ডেনিয়ার কাউন্ট
আবার , ডেনিয়ার কাউন্ট = 9 × টেক্স কাউন্ট
- ইংলিশ কটন কাউন্টকে টেক্স কাউন্টে রূপান্তর :
590.5
টেক্স কাউন্ট = —————————
ইংলিশ কটন কাউন্ট590.5
আবার ইংলিশ কটন কাউন্ট = ——————
টেক্স কাউন্ট - কটন কাউন্টেকে মেট্রিক কাউন্ট এ রূপান্তর : মেট্রিক কাউন্ট = 1.693 × কটন কাউন্ট
আবার , কটন কাউন্ট = মেট্রিক কাউন্ট × 0.5905
- কটন কাউন্টকে উরস্টেট কাউন্টে রূপান্তর:
উরস্টেট কাউন্ট = 0.6667 × কটন কাউন্ট
আবার, কটন কাউন্ট = 1.5 × উরস্টেট কাউন্ট
Math Solution :
- যদি 250 কটন সুতার ওজন 3.5 গ্রাম হয় তবে এটার ইংলিশ এবং টেক্স কাউন্ট কত হবে???
Solution :
আমরা জানি , L × w
ইংলিশ কাউন্ট পদ্ধতিতে কাউন্ট = —————–
l × W
250×1
= ————————–
840 × (3.5/453.6)
=38.57s
আবার,
টেক্স = ( 590.5 / কটন কাউন্ট)
= 590.5 ÷ 38.57)
=15.30
Math Solution :
- যদি 120 গজের ১টি সুতার ওজন 15 গ্রেইন হয় তাহলে ইংলিশ কটন পদ্ধতিতে উক্ত সুতার কাউন্ট বের করো । টেক্স এবং ডেনিয়ারে তা কত হবে???
Solution :
1 pound = 7000 grain
আমরা জানি ,
ইংলিশ কটন কাউন্ট পদ্ধতিতে কাউন্ট = (L × w)/(l×W)
=(120×1)/(840×(15/7000))
=66.66s
আবার,
টেক্স = ( 590.5/কটন কাউন্ট)= 590.5 /66.66=8.858t
অনুরূপভাবে,
ডেনিয়ার = (5315 /কটন কাউন্ট) = 5315/66.66= 79.73
Writer:
Md. Robiul Alom
Sheikh Kamal Textile Engineering College
WPE, 3rd batch