Monday, January 27, 2025
Magazine
More
    HomeBusiness"সেমস-গ্লোবাল ইউএসএ" আয়োজন করছে চারদিন ব্যাপী ২১তম টেক্সটেক বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী-২০২২.

    “সেমস-গ্লোবাল ইউএসএ” আয়োজন করছে চারদিন ব্যাপী ২১তম টেক্সটেক বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী-২০২২.

    সেমস – গ্লোবাল ইউএসএ আয়োজনে আগামী ৩১শে আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ২১তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২। এই প্রদর্শনী চলার সময় একই সাথে অনুষ্ঠিত হবে ” ১৮ তম ঢাকা আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২২ – সামার এডিশন ” এবং ” ৪০ তম ডাই + ক্যাম বাংলাদেশ ২০২২ ইন্টারন্যাশনাল এক্সপো ” আগামী ৩১ আগস্ট থেকে ০৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা ,( আইসিসিবি) ঢাকায় চার দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। আজ ২৩ আগষ্ট,মঙ্গলবার রাজধানীর ইকোনমিক রিপোর্টারস ফোরামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

    কোর্সে থাকছেঃ🎥 ৫০টি রেকর্ডেড ক্লাস
    👩‍🏫 ইন্টারেক্টিভ প্র্যাক্টিস ম্যাটেরিয়াল
    📝প্রত্যেক ক্লাসের সাথে নোট
    📈 IELTS পরীক্ষার সকল কমন টপিক 
    👩‍🏫 IELTS পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

    অনুষ্ঠানে সেমস গ্লোবালের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম বলেন, ‘কোভিড-১৯ এর কারণে ২০২০ সালে ‘টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো’ আয়োজন করা সম্ভব হয়নি এবং মহামারীর কারণে প্রদর্শনী খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। কিন্তু ২০২১ সালে ‘টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ভার্চুয়াল এডিশন’ অনুষ্ঠিত হয়েছিল। আমরা খুব সফলভাবে এই প্রদর্শনী সম্পন্ন করতে পেরেছিলাম এবং ব্যবসায়ী ও উদ্যোক্তা মহল থেকে ব্যপক সাড়া পেয়েছি।’

    তিনি বলেন, ‘২১তম টেক্সটেক বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী -২০২২ এর উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে থাকবেন বস্ত্র ও পাট মস্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতিক, এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসবে থাকবেন বিজিএমই সভপতি ফারুক হাসান এবং বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।’

    গণমাধ্যমকর্মীর এক প্রশ্নের জবাবে মেহেরুন এন. ইসলাম বলেন, ‘এবারের আয়োজনে নতুনত্ব থাকবে কি না এটা প্রদর্শনী শোতে দেখবে পারবেন। কারণ, এখানে বিভিন্ন কোম্পানি কয়েকটা দেশ থেকে তাদের কোম্পানিগুলো অংশগ্রহণ করেছে তাদের কোম্পানির সবকিছু তো আর আমাদের দেওয়া না। চাইলেই দিতে পারে তবুও তারা দেয় না। সেক্ষেত্রে সবকিছু পরিস্কার হবে প্রদর্শনীতে। আপনারা সবাই আসবেন আমরা খুশি হবো।’

    উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবিসেক দাস, তানভীর কামরুল ইসলাম, আশরাফুল ইসলামসহ আরো অনেকে।

    প্রদর্শনীটিতে ভিজিটরদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন এর ব্যাবস্থা করেছে আয়োজকরা। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে।

    নিজস্ব প্রতিবেদক
    বুশরাত জাহান বর্ষা।
    গভট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স।

    নিউজ এডিটর ,জান্নাতুল ফেরদৌসি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed