Saturday, January 4, 2025
Magazine
More
    HomeTechnical Textileস্মার্ট টেক্সটাইল (Smart Textile)

    স্মার্ট টেক্সটাইল (Smart Textile)

    স্মার্ট টেক্সটাইলঃ যে টেক্সটাইল পরিবেশের পরিবর্তন (তাপমাত্রা,আলো,চাপ,আদ্রতা,বিদ্যুৎ পরিবহন) বুঝতে পারে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া দিতে পারে তাকে স্মার্ট টেক্সটাইল বলে।এর মধ্যে অধিকাংশ কাপড় সাধারণত conductive polymer দিয়ে তৈরি করা হয় যার ফলে ইলেক্ট্রিসিটি তৈরি হয় (ইলেকট্রন প্রবাহ হয়, ফলে বিদ্যুৎ পরিবহন হয়) এবং ফেব্রিক এর ভেতর কিছু additional properties আনা হয়।পোশাকে যখন conductive Polymer ব্যবহার করা হয় তখন বৈদ্যুতিক সংকেত প্রাপ্ত হয় তখন আলো দেখা যায়। এটি নিট,ওভেন, নন-ওভেন সবগুলোতেই করানো যায়। এখানে এগুলো sensor হিসেবে ব্যবহার করা হয় যা সংকেতকে electric sign এ রূপান্তর করে।

    ৩ টা পদ্ধতিতে সুতাকে conductive (পরিবাহী) করা হয়ঃ

    ১) Conductive polymer দিয়ে।
    ২) Metal putting দিয়ে।
    ৩) Metallic wire দিয়ে (wrapping করে বিদ্যুৎ পরিবহন করা)

    স্মার্ট টেক্সটাইল এ ব্যবহ্রত ফাইবারগুলোর নিম্নোক্ত বৈশিষ্ট্য থাকা আবশ্যকঃ

    ১) উচ্চশক্তি সম্পন্ন ফাইবার হতে হবে।
    ২) উচ্চ রাসায়নিক এবং দহন-প্রতিরোধী জৈব ফাইবার হতে হবে।
    ৩) উচ্চ মডুলাস জৈব ফাইবার।
    ৪) এটি আল্ট্রা-ফাইন এবং নতুনত্বের ফাইবার হতে হবে।

    নিম্নলিখিত ধর্মগুলো পরিবর্তন করে টেক্সটাইলকে স্মার্ট টেক্সটাইল করা সম্ভবঃ

    ১) থার্মাল
    ২) মেকানিক্যাল
    ৩) কেমিক্যাল
    ৪) ইলেক্ট্রিকাল
    ৫) ম্যাগনেটিক
    ৬) অপটিক্যাল

    স্মার্ট টেক্সটাইল এর সম্পন্ন কাজ শেষ করার জন্য পাঁচটি ফাংশন রয়েছেঃ

    ১) Sensors: এটি পরিবেশ থেকে প্যারামিটার ক্যাপচার করে।
    ২) Data Processing: প্রক্রিয়াকরণ একটিভ করার সময় এটা প্রয়োজন।
    ৩) Actuators: এটি সেন্সরের প্রতিক্রিয়া হিসেবে কাজ করে।
    ৪) Stimulation: এটি পরিবেশ থেকে পাওয়া যায়।
    ৫) Giving Response :actuators এর প্রতিক্রিয়া জানায় এটি।

    বর্তমানে স্মার্ট টেক্সটাইল নিয়ে অধিক গবেষণা করা হচ্ছে। এর চমকপ্রদ উদাহরণ হচ্ছে- বিশ্রামের সময় হার্টরেট, ব্যায়াম এর সময় কতটুকু হার্টবিট হয় এবং ঘুমের অভ্যাস সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য পোশাক ব্যবহার করেও করা হয় এবং পোশাকে তা দেখা যায়। এই পোশাকগুলোতে ইসিজি, শ্বসন এবং শারীরিক ক্রিয়াকলাপ সেন্সরগুলির জন্য স্মার্ট স্ট্রেচি (সম্প্রসারণশীল) ফেব্রিক ব্যবহার করে তৈরি করা হয়। এগুলোও স্মার্ট টেক্সটাইল এর অন্তর্ভুক্ত।

    স্মার্ট টেক্সটাইল এর ব্যবহারঃ

    Medical textile, Military uses, Novelty clothing, Protective clothing, Safety equipment, Baby products, Anti-allergen products, The wearable computer (keyboard), 3D fabric, Space suit, sportswear textile etc.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed